শিব বাবা সন্তানদের প্রধান কর্তব্য কি?

💠💠💠💠💠💠💠💠💠

🔷তোমাদের কর্তব্য হলো ঘরে-ঘরে বাবার সমাচার পৌঁছে দেওয়া, যেকোনো অবস্থাই হোক যুক্তিসহকারে প্রত্যেককে বাবার পরিচয় অবশ্যই দাও।

🔷ত্রিমূর্তি শিবের পরিচয় দাও। 

🔷নতুন নতুন যেসব পয়েন্টস্ বেরোয়, সেগুলিকে নিজেদের কাছে নোট করে রাখো।

🔷তোমরা হলে মালী। মালীদের কাজ হল কাঁটা থেকে ফুলে পরিণত করা।

🔷যখন তোমরা কাউকে বোঝাবে, তখন শেষে এটাও বোঝাবে যে, 'মন্মনাভব'। বাবাকে আর সৃষ্টি-চক্রকে স্মরণ কর। মুখ্য কথা হলো, মামেকম্ (একমাত্র আমাকেই) স্মরণ কর, একেই যোগাগ্নি বলা হয়।
💠💠💠💠💠💠💠💠💠

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন