কর্মযোগের অভ্যাসের পয়েন্টস

✏⚡✏⚡⚡✏⚡⚡✏
👉  কর্মযোগের  অভ্যাসের পয়েন্টস :-

💥১)   আমি হলাম এক মহান আত্মা।
💥 ২)   আমি এই দেহে প্রবেশ করে, এই শরীরেই অবতরিত হয়েছি।
💥 ৩)   আমি আত্মা হলাম স্বরাজ্য অধিকারী এবং সূর্যের মতো পবিত্র। 
💥 ৪)   আমিই হলাম মন-বুদ্ধির মালিক এবং মাস্টার সর্বশক্তিমান।
💥 ৫)   সর্বশক্তিমান ছত্রছায়ার মত সর্বদা আমার মাথার উপর আছেন। 
💥 ৬)   আমি পরমধাম থেকে সর্বশক্তিমান কে অনুভব করছি, তাঁর শক্তিশালী কিরণ আমি আত্মার উপর পরছে।
💥 ৭)   আমি হলাম পবিত্র  স্বরূপ ফরিস্তা।
💥 ৮)   আমি আত্মা এই শরীর থেকে বেরিয়ে বাবাকে স্পর্শ করে আবার এই শরীরে প্রবেশ করলাম।
💥 ৯   আমি আত্মা কিছু সময়ের জন্য স্থূল সবকিছুকে পিছনে ফেলে আমার নিজধামে গিয়ে সেখানে কিছু সময় বসে আছি l 
💥 ১০)  আমি আত্মা আমার পূর্বপুরুষ আত্মাদের উদ্দেশ্যে ভাইব্রেশন দিচ্ছি, তারাও যেন সুখ পায় এবং বাবার সন্তান রূপে গণ্য হয়।
💥 ১১)  আমি আত্মা, শান্তস্বরূপ, বাবার কিরণ আমার উপর পরছে।
💥 ১২)  আমি আত্মা হলাম লাইট-মাইট স্বরূপ এবং  *হালকা*।
💥 ১৩)  পরমধামের একদিক থেকে মায়ের কিরণ আমি আত্মার পরছে l 
💥 ১৪)  পরমধামের অপর দিক থেকে শিববাবার শক্তিশালী কিরণ আমি আত্মার উপর পরছে। 
💥 ১৫)  আমি আত্মা বাপদাদা কে আহ্বান করছি।
💥 ১৬)  আমি আত্মা সূক্ষ্মলোকে গিয়ে ব্রহ্মাবাবার থেকে দৃষ্টি নিচ্ছি, এবং আমার পরিবারকেও দৃষ্টি দিচ্ছি।
💥 ১৭)  আমি আত্মা অন্য সকল আত্মাকে চক্-মক্ করতে দেখছি এবং তাদের সকাশ (pure vibration) দিচ্ছি।
💥 ১৮)  আমি আত্মা পবিত্র  স্বরূপ ফরিস্তা হয়ে পবিত্রতার  কিরণ দিচ্ছি। 
💥 ১৯)  আমি আত্মা বাপদাদা কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
💥 ২০)  বাবা হলেন আমার বন্ধু, তাই প্রতিদিনই তাঁকে যেকোনো সম্বন্ধে সম্বোধন করি।

                     ওম্ শান্তি ll 🌹🌹

✏⚡⚡✏⚡⚡✏⚡⚡✏

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন