শিবরাত্রি বা শিবের বিবাহের বাস্তবিক রহস্য* :----
💐💐🌻🌻🌸🌸🌸🌹🌹
অনেকে শিবরাত্রিকে শিবের বিবাহ রাত্রি বলে মানে | এর আধ্যাত্মিক রহস্য আছে | নিরাকার শিবের বিবাহ বাস্তবে কীভাবে হওয়া সম্ভব....... ? বাস্তবে একটি বিষয় বুঝে নেওয়া দরকার - শিব এবং শংকর সম্পূর্ণ রূপে দু’জন পৃথক | জ্যোতির্বিন্দু, জ্ঞান - সিন্ধু নিরাকার পরমপিতা পরমাত্মা শিব ব্রহ্মা, বিষ্ণু, শংকরের রচয়িতা | শংকর সূক্ষ্মলোক নিবাসী আকারী দেবতা, যিনি কলিযুগী আসুরী দুনিয়ার বিনাশের নিমিত্ত হন | শংকরকে সদা তপস্বী রূপে দেখানো হয় | এর অর্থ অবশ্যই এনার উপর অন্য কেউ আছেন যাঁকে তিনি তপস্যা করছেন | পরমপিতা পরমাত্মা নিরাকার শিবের শক্তির দ্বারা ব্রম্মা, বিষ্ণু, শংকর যথাক্রমে স্থাপন, পালন, ও বিনাশের কর্তব্য করেন | ভগবান শিবের প্রকৃতপক্ষে বিবাহের কোন প্রশ্নই ওঠে না | তিনি তো এক এবং নিরাকার | হ্যাঁ, আধ্যাত্মিক ভাষায় আত্মা রূপী সজনিরা জনম -- মরণের চক্রে আসতে আসতে শিব সাজনের থেকে বিমুখ হয়ে দারুণ দু:খী ও অশান্ত হয়ে যায় তখন স্বয়ম্ভু, জনম মরন রহিত পরমাত্মা শিব প্রজাপিতা ব্রহ্মার সাকার সাধারণ বৃদ্ধের তনুতে প্রবেশ করে আত্মা রূপী পার্বতীকে অমরকথা শুনিয়ে অমরলোকবাসী বানান | যেখানে মৃত্যুর ভয় থাকে না, কলহ - ক্লেশের নাম - গন্ধ থাকে না, সম্পূর্ণ সুখ - শান্তির অটল, অখন্ড সাম্রাজ্য হয়ে থাকে | পুরুষোত্তম সংগম যুগে বিচ্ছিন্ন হওয়া আত্মাদের সাথে শিবের পুনরায় মঙ্গল মিলন হওয়াকে শিবের বিবাহ ধরা হয় | প্রকৃতপক্ষে ভগবান শিবের দিব্য - জন্মোৎসবই হল তাঁর আধ্যাত্মিক বিবাহ উৎসব |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন