🌹🌹🌟🎅🌲🌲🎅🌟🌹🌹
🌲 ক্রিসমাসের আধ্যাত্মিক রহস্য 🎅
🌲 ক্রিসমাস আসলে সঙ্গম যুগেরই স্মরণ ......
⏱🎅 সঙ্গম যুগ যেমন কাল চক্রের অন্তিম সময়ের কিছু পূর্বে আসে, ক্রিসমাসও বছর শেষের কয়েকদিন আগেই আসে ......
🌲🎅 ক্রিসমাসের সময় মনে করা হয় .....সান্তা ক্লজ নামের এক বৃদ্ধ দেহধারী, লাল আর সাদা রংয়ের কাপড় পরিধান করে আসেন ....যিনি আসেন আকাশ থেকে ....পরমধাম বা মূল বতনের রং হলো লাল, সাদা রং হলো সূক্ষ্ম বতনের .....ঠিক যেমন নিরাকার পরমাত্মা এক বৃদ্ধের শরীরের আধার নেন ...l
🎅 সান্তা গুপ্ত রীতিতে মাঝরাতে চিমনীর রাস্তা দিয়ে আসেন .....
পরমাত্মাও .....গুপ্ত ভাবেই আসেন, তিনি এমন সময় আসেন যখন এই দুনিয়ার পরিস্থিতি খুবই খারাপ হয় ....তখন তিনি বিশ্ব পরিবর্তনের প্রয়োজনে এই পতিত দুনিয়ায় অবতরিত হন l
🎅 সান্তা যেমন বাচ্চাদের ইচ্ছে অনুযায়ী উপহার দেন ......ভগবানও তাঁর বাচ্চাদের বরদান দেন .....সর্বশক্তি, অতিন্দ্রিয় সুখ, স্বর্গের উত্তরাধিকার ....তাদের পুরুষার্থের আধারের উপর l
🌲 গাছের উপর ঝলমলে তারা হলো আমাদের প্রিয় শিববাবা ✨
এই ক্রিসমাস ট্রিও মনুষ্য আত্মা রূপী কল্পবৃক্ষের প্রতীক .....
এই বৃক্ষ পিরামিডের আকারে তৈরী .....যা সৃষ্টির শুরুতে অল্পসংখ্যক মনুষ্য আত্মার নিদর্শন.....যা ধীরে ধীরে বাড়তে থাকে ....l
🌲🌲এই কারণেই বলা হয় মেরী ক্রিসমাস 🎅🌲🌲
🎅MERRY CHRISTMAS🎅
🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲
🎅🌲WISHING YOU ALL MERRY CHRISTMAS 🎅🌲
🙏🙏ওম শান্তি 🙏🙏
🎅💓🎅💓🎅💓🎅💓🎅💓
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন