🍃 *মুরলী শোনার নিয়ম* 🍃🌸🌻
বাবার মুরলী একই হয় , কিন্তু যারা শোনে , তারা নম্বর অনুসারে বাচ্চা হয় ।
🌻 কিছু বাচ্চারা তো শুধু বাবার মহাবাক্যের শব্দ শুনেই খুশী হয়ে যায় । যারা বলে আজকের মুরলী খুব ভালো ছিল, এরকম বাচ্চারা শুধুমাত্র শব্দ পর্যন্তই সীমিত থাকে ।
🌻 দ্বিতীয় রকম বাচ্চা হলো , *যারা মুরলীর ভাব পর্যন্তই যায়* । কিন্তু
🌻 তৃতীয় রকম বাচ্চাদের *বুদ্ধিতে বাবার জ্ঞান ভাবনা পর্যন্ত তো যাবে কিন্তু জীবনে পরিবর্তন হওয়া পর্যন্ত হবে না* । আর
🌻 চতুর্থ প্রকারের বাচ্চারা *বাবার মহাবাক্য প্র্যাক্টিকলে ধারন করে*,
এরকম বাচ্চা অনেক কম হয় ।
ভাব আর ভাবনা পর্যন্তও মুরলী হয় তাহলেও কোনো লাভ হয় না, *যতক্ষণ সেটা প্র্যাক্টিকল না হয় ! অর্থাৎ প্রয়োগশালায় প্রয়োগ করে নিজের আর দুনিয়ার বেনিফিট ( লাভে) আনতে হবে আর প্র্যাক্টিকল প্লাটফর্মে OK হতে হবে* ।
*মুরলীকে এইভাবে বুঝতে হবে যেমন দুধ যতই ভালো হোক, যদি দুধ গরম না করা হয় , তাহলে তাড়াতাড়ি খারাপ হয় । যদি গরম করেছো আর একদিনের মধ্যেই না পান করেছো তাহলে সেটা খারাপ হয়ে যাবে ।*
*দুধ আর জ্ঞান হলো মেটিরিয়ল, উতলানো মানে যোগবলের দ্বারা প্রয়োগে নিয়ে আসা অর্থাৎ দুধ পান করা* ।
এবার আমি কোন স্টেজ পর্যন্ত দুধ গরম করা পর্যন্ত বা পান করা পর্যন্ত অর্থাৎ লাভ নিয়ে দুনিয়াকে দেওয়া ।
*জ্ঞান যদি ফিল্ডে প্রয়োগ না হয় তাহলে আরোই দুঃখ দেওয়ার কারণ তৈরী হয় ।*
*মুরলী শুনে প্র্যাক্টিকলে আনা অনেক প্রয়োজন আর এর জন্য অমৃতবেলায় দরকার বীজ রূপ স্থিতির পাওয়ারফুল অভ্যাস।*
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন