মাতেশ্বরী জীর মধুর মহাবাক্য ----- "ওম্" শব্দের যথার্থ অর্থ কি ?
💫💫 *যখন আমরা "ওম্ শান্তি" বলি, তখন প্রথমে এই "ওম্" শব্দের যথার্থ অর্থ খুব ভালোভাবে বুঝতে হবে l যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে "ওম্" শব্দের যথার্থ অর্থ কি ? তখন তারা "ওম্" এর অর্থ অনেক বড় করে বলে দেবে l "ওম্-এর" অর্থ ওঙ্কার ---এমন বড় শব্দে শুনিয়ে দেয়, এই "ওম্-এর" উপর লম্বা চওড়া শাস্ত্র বলে দেয় কিন্তু বাস্তবে "ওম্-এর" অর্থ বড় কিছু নয় l আমাকে তো স্বয়ং পরমাত্মা "ওম্" শব্দের অর্থ খুব সহজ সরল ভাবে বুঝিয়েছেন l পরমাত্মা পরিষ্কার করে বলেন, বাচ্চা, "ওম্" শব্দের অর্থ হলো "আমি আত্মা", আমার প্রকৃত ধর্ম হলো শান্ত স্বরূপ l এখন এই "ওম্-এর" অর্থে স্থিত থাকতে হবে, এই "ওম্" অর্থে আত্মা হলো পরমাত্মার সন্তান l মুখ্য বিষয় হলো এই "ওম-এর" অর্থে স্থিত হতে হবে, বাকি বসে মুখে কেবল "ওম্"ধ্বনি উচ্চারণ করো না, এমন নিশ্চয় বুদ্ধি হয়ে চলতে হবে l "ওম্-এর" যে অর্থ, সেই স্বরূপে স্থিত হতে হবে, বাকি অন্যেরা "ওম্" শব্দের যে বিশাল অর্থ বোঝায়, কিন্তু তাতে স্থিত হয় না কিন্তু আমরা তো "ওম্-এর" স্বরূপ জানি, তাই সেই স্বরূপে স্থিত হতে পারি l আমরা এই কথাও জানি যে পরমাত্মা হলেন বীজ রূপ, আর সেই বীজ রূপ পরমাত্মা কিভাবে এই ঝাড়ের রচনা করেছেন, তাও আমরা এখন জেনেছি l আচ্ছা l*
🌹🌹ওম্ শান্তি 🌹🌹
💥💥💥💥💥💥💥💥💥💥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন