-——— *ব্রহ্মাকুমারী সিস্টার শিবানী*
পর্ব দুই -
🍁 *এই জাগতিক সংসার থেকে আমরা অনেক কিছু বিষয়ের জ্ঞান আহরণ করে থাকি, যা আমাদের প্রয়োজন থাকুক বা না থাকুক সেই জ্ঞান অন্তরে প্রবেশ করে আমাদের ব্যক্তিত্ব গঠনে অংশগ্রহণ করে......*
🍁 *আমাদের চিন্তা ভাবনা মূলতঃ দুই প্রকারের হয়ে থাকে - সকারাত্মক এবং নাকারাত্মক। বাইরের পরিবেশ থেকে আমরা যে জ্ঞানপ্রাপ্ত করে থাকি, তা থেকেই আমাদের মনের মধ্যে এই দুই প্রকার চিন্তা ভাবনার উৎপত্তি হয়ে থাকে, যার বহিঃপ্রকাশ আমাদের ব্যক্তিত্বের ওপর প্রভাব বিস্তার করে।*
🍁 *আজ আমরা এক অস্বস্তিকর পরিবেশের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছি যেখানে ছোট ছোট কথাতেও আমরা অত্যন্ত বিরক্ত হয়ে পড়ি, মন অশান্ত হয়ে যায়। এর কারণ নির্ভর করে থাকে আমরা কি ধরনের তথ্য আহরণ করেছি তার উপর। যদি আমরা কোনো দুঃখজনক সংবাদ শুনি তৎক্ষণাৎ তার খারাপ প্রভাব আমাদের মনের ওপর এসে পড়ে। এর ফলে আমাদের মনের মধ্যে ওই সংক্রান্ত চিন্তাভাবনার উৎপত্তি হতে শুরু করে এবং ব্যক্তিত্বের মধ্যে তার বহিঃপ্রকাশ ঘটে।*
🍁 *এই জাগতিক সংসারে যা কিছু ঘটে চলেছে তা হয়তো আমরা পরিবর্তন করতে অপারগ, কিন্তু আমার জন্য কোন্ বিষয়টি গ্রহণযোগ্য হবে তা আমরা নিজেরাই বিচার করতে পারি। যদি আমরা রাস্তার ধারের খোলামেলা পরিবেশে তৈরি হওয়া বিভিন্ন মুখরোচক লোভনীয় খাবার খাই, তাহলে আমরা এটাও জানি যে এই খাবারটি আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে।*
🍁 *অনুরূপভাবে আমরা আমাদের মনকেও যদি কোনো নাকারাত্মক খারাপ তথ্য প্রদান করি, তবে তা আমাদের ব্যক্তিত্বকে প্রভাবিত করবে। আজ চারিদিকে বিভিন্ন খারাপ ঘটনা ঘটে চলেছে যা অনেক ক্ষেত্রেই আমাদের অপ্রয়োজনীয়। তবে কেনই বা আমরা সেই সমস্ত তথ্য গ্রহণ করে আমাদের ব্যক্তিত্বের হানি ঘটাবো।*
🍁 *আজ আমরা সবাই আমাদের সংস্কার বা দৃষ্টিকোণকে পরিবর্তন করতে চাই। তার জন্য কেবল মাত্র নাকারাত্মক চিন্তা ভাবনাই নয়, তার সাথে ঈর্ষা, দ্বেষ, অপরের প্রতি ঘৃণা ভাব থেকেও আমরা মুক্ত হতে চাই। কিন্তু এর প্রতিকার আমরা কিভাবে করব?*
🍁 *আজ থেকে আমরা এক দৃঢ়-সংকল্পে প্রতিজ্ঞাবদ্ধ হবো যে, আত্মাকে আমরা সর্বদা সুস্বাস্থ্যকর ভোজনই দেবো, কখনোই তামসিক ভোজন দেব না।*
🍁 *আমাদের ব্যক্তিত্বে সেটাই প্রকাশ পাবে যেটা আমাদের মন চিন্তন করবে।*
*তাই প্রত্যেক দিনের সূচনা যদি আমরা সাকারাত্মক চিন্তাভাবনার মধ্য দিয়ে অতিবাহিত করি, তবে সারাদিন আমরা খুশিতে থাকবো এবং আমাদের চারিপাশের বাতাবরণকে আমরা পবিত্র ও সুখময় করে তুলবো।*
🍂🍂 *ওম শান্তি* 🍂🍂
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন