আত্মার প্রতিচ্ছবি- তেরো- ব্রহ্মাকুমারী সিস্টার শিবানী

✨💞✨💞✨💞✨💞✨

💫 *আত্মার প্রতিচ্ছবি* 💫
———— *ব্রহ্মাকুমারী সিস্টার শিবানী*

💠 *পর্ব - ১৩* 💠

🙏 *ওম শান্তি* 🙏

*সব সময় বাবা মায়ের অভিলাষ এটাই থাকে যে, আমি যেটা পাইনি আমার সন্তান যেন তার থেকে বঞ্চিত না থেকে যায়। নিজের সন্তানকে শারীরিক স্বাচ্ছন্দ্য দেওয়ার পরিবর্তে,তাকে মানসিক দিক থেকেও শক্তিশালী করুন। তার, বাহিরের নয়...., আন্তরিক শক্তিকে বৃদ্ধি করতে হবে।৷ বাবা-মায়েরা সর্বদা এটাই চিন্তা করে যে, আমরা যেটা পাইনি আমাদের সন্তান যেন সেটা পায়। কিন্তু এটা চিন্তা করা দরকার যে আমার মধ্যে যে শক্তি কম আছে, তা যেন আমার বাচ্চার মধ্যেও না থাকে.........।*

*স্বাচ্ছন্দ্যে রাখা ঠিক আছে, কিন্তু ওই জিনিসের উপর নির্ভরশীল যেন না হয়, অর্থাৎ তাকে ছাড়া থাকতে পারবে না, এমনটা যেন না হয়। নিজের সন্তানকে রাজা তৈরি করতে হবে। রাজা সেই হয়, যে মন - বুদ্ধি - কর্মেন্দ্রিয়ের উপর রাজ্য করতে পারে। আজ আমরা নিজেদের বাচ্চাদের কে শারীরিক স্বাচ্ছন্দ্যতো দিচ্ছি, কিন্তু দেওয়া এটা উচিত ছিল যে, সে যেন সব দিক থেকে শক্তিশালী হয়। শুধুমাত্র কোন বাহ্যিক বস্তুর ওপর নির্ভর করে নয়।*

*আমাদেরকে, আমাদের সন্তানকে সব রকম পরিস্থিতি থেকে, সব রকম ব্যক্তির সাথে সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে চলা শেখাতে হবে। উদাহরণস্বরূপ, তাকে শেখাতে হবে এ সি তেও শোয়া যায়, আবার এ সি ছাড়াও শোয়া যায়। দু - রকমের-ই অভ্যাস তাদেরকে শেখাতে হবে। যে জিনিস থেকে বেশি সময় যাবৎ আরাম পাওয়া যায়, সেটাই অভ্যাসে পরিণত হয়। তার ওপর নির্ভরশীল হয়ে যায়, আর আত্মা আবেগের দিক থেকে দুর্বল হয়ে পড়ে। শারীরিক দিক থেকেও শক্তিশালী থাকতে পারে না.....!*

*আজ প্রত্যেক বাবা-মাকে এই বিষয়ে মনোনিবেশ করতে হবে যে, নিজের সন্তানকে শুধু স্বাচ্ছন্দ্যই না দেওয়া। তাকে মানসিক এবং শারীরিক দিক থেকেও শক্তিশালী করা। কোন কিছুর প্রতি নির্ভরশীল হয়ে যেন দুর্বল না হয়ে পড়ে। তাকে সম্পূর্ণ সত্তামান্ তৈরি করা। শক্তিশালী আত্মা - সুস্থ-সবল শরীর - সুমধুর সম্পর্ক। আমাদের দেখতে হবে যে, কোন্ জিনিসটি পরিবর্তন করলেই সে দুর্বল না হয়ে শক্তিশালী হতে পারবে।*
*।। ওম শান্তি ।।*

💖🇲🇰💖🇲🇰💖🇲🇰💖🇲🇰💖

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন