গীতা জ্ঞানের আধ্যাত্মিক রহস্য 096



ON GODLY SERVICE🌻
📚গীতা জ্ঞানের আধ্যাত্মিক রহস্য📚
✨ The Great Geeta✨
📝No.096📝
🌷সমর্পণ..... ভাব🌷
নবম, দশম, এগারো এবং বারো অধ্যায়
এইভাবে ভগবান তাঁর প্রিয় মিত্র অর্জুনকে নিজের উৎপত্তির রহস্যযুক্ত শ্রেষ্টজ্ঞান দিতে দিতে বললেন, "কোনো দেবতা, মহর্ষিগণ আমার উৎপত্তির গূঢ় রহস্য জানে না"। তাহলে এটা ভাববার বিষয় যখন কোনো দেবতা, মহর্ষিগণ ঈশ্বর এর উৎপত্তি রহস্য জানেন না তবে সংসারের মনুষ্যগণ কিভাবে জানবে? এইজন্যই তিনি খুবই স্পষ্ট ভাবে বলেছেন, "আমার উৎপত্তির রহস্য যুক্ত শ্রেষ্ট জ্ঞান না কোনো দেবাত্মা, না কোনো মহর্ষিগণ জানবে কেবল মোহ মুক্ত, পাপমুক্ত, জ্ঞান-ধ্যান যুক্ত আত্মারই যথার্থ অজন্মা, অনাদি স্বরূপের জ্ঞান প্রাপ্ত হয়"।
রাজযোগ মেডিটেশন  দি একাডেমী ফর এ বেটার ওয়ার্ল্ড পুনরায় তিনি নিজের অব্যক্ত স্বরূপের স্পষ্ট বিবরণ করেছেন, "আমিই অজন্মা, অনাদি, মনুষ্য আত্মার সমস্ত দিব্য গুণ প্রদান করেছি"। সুতরাং প্রত্যেক মনুষ্য আত্মার ভিতর কিছু না কিছু গুণ অবশ্যই আছে, এইজন্য দুনিয়াতে একটা কথার প্রচলন আছে "কোনো ব্যক্তির ভিতর যদি নিরানব্বই শতাংশও যদি অবগুণ থাকে তবুও এক শতাংশ ভালো গুণ অবশ্যই থাকবে"। মনুষ্য আত্মার ওই দু-এক শতাংশ ভালো গুণ, দিব্য গুণ ঈশ্বর দ্বারাই প্রাপ্ত হয়েছে। মনুষ্য জীবনকে অর্থপূর্ণ বানানোর জন্য ঈশ্বর কোনো না কোনো বিশেষত্ব, গুণ অবশ্যই গিফট হিসাবে দিয়েছেন। এখন প্রশ্ন ঈশ্বর তো অজন্মা, অব্যক্ত তাহলে তিনি কিভাবে এই দিব্য গুণ, বিশেষত্ব মনুষ্য আত্মাকে প্রদান করেন ওগুলো তো কোনো ভৌতিক বা স্থূল সামগ্রী নয় যে উঠিয়ে দেবেন....
ঈশ্বর সংকল্পের দ্বারা ওঁনার ভিতরের দিব্যশক্তিকে গিফট রূপে মনুষ্য আত্মাকে প্রদান করেন। যে পুরুষ জ্ঞান-যোগের দ্বারা ঈশ্বরের বিভূতি স্বরূপকে চিনতে পারে ওই আত্মা নিশ্চয়াত্মক যোগযুক্ত হয়ে যায়।তখন ঈশ্বর আছে কি নেই, যদি থাকে কোথায়, কেমন দেখতে...ইত্যাদির বিন্দুমাত্র সংশয় বা সংকল্পও পর্যন্ত ওই আত্মার কখনও আসেনা। যে আত্মা জ্ঞানের আধারে ঈশ্বরকে চিনে নিয়েছে, বুঝে নিয়েছে ঐ আত্মা নিশ্চয়াত্মক হয়ে যায়, তার মন সবসময় ঈশ্বরের প্রতি যুক্ত থাকে, তার জীবন ঈশ্বরের সেবাতে সমর্পিত হয়ে যায়। অন্য আত্মাদের ঈশ্বরের জ্ঞান দিতে থাকে, নিজের মধ্যে ঈশ্বরীয় জ্ঞানের চর্চা করে। তখন ঐ আত্মার প্রসন্নতার সাথে সাথে আনন্দ, শান্তির অনুভব করে। নিজেদের মধ্যে যখন আমরা একে অপরের সাথে বার্তালাপ করি তখন সবসময় শুভ চিন্তাই করবো। তবে দুনিয়াতে একটা কথার প্রচলন আছে ,"পরচিন্তন পতনের কারণ, আত্মচিন্তন উন্নতির সিঁড়ি"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন