সঙ্গম যুগের মহত্ব *সময়ের অ্যাটেনশন এবং অভ্যাস

সঙ্গম যুগের মহত্ব*💓

💛 *সঞ্জয়ের কলমে* 💛

*সময়ের অ্যাটেনশন এবং অভ্যাস*

🌹🌹 *প্রতিটি কর্মে যেন বিজয়ের নিশ্চয়তা এবং নেশা থাকে l নেশার আধারই হলো নিশ্চয়তা l বিশ্বাস কম থাকলে নেশাও কম থাকবে l তাই বলা হয় ---নিশ্চয়বুদ্ধিরাই বিজয়ী l তাহলে ফাউন্ডেশন বা ভিত্তি কি হলো ? নিশ্চয়তা l এই নিশ্চয়তায় কখনো কম হয়ো না, তাহলে অন্তিম সময় অর্থাৎ রেজাল্টের সময় প্রাপ্তি কম হয়ে যাবে l তখন অনুতাপ করতে হবে l এখন তো প্রাপ্তির সময়, না হলে পরে অনুতাপ হবে, তাই প্রাপ্তির সময় প্রাপ্তি করো l অনুতাপের সময় প্রাপ্তি করতে পারবে না l*

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন