গীতা হলো সর্ব ধর্মের সার

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

*গীতা হলো সর্ব ধর্মের সার l আজকের দুনিয়ায় নানা ব্যস্ততার কারণে মানুষের হাতে বেদ - পুরাণ - উপনিষদ ইত্যাদি শাস্ত্র পড়ার সময় নেই l গীতার জ্ঞান স্বয়ং ভগবানের শ্রীমুখের দ্বারা আমাদের আত্মাদের কাছে পৌঁছেছে l সংসারের যত ধর্ম পুস্তক আছে তা সেই সব ধর্মের মানুষদের জীবনের আচরণ শেখায় l শ্রীমদ্ভগবদগীতাতে কোথাও একবারও "হিন্দু" শব্দ উচ্চারণ করা হয় নি l এই ধর্মশাস্ত্র সমগ্র মানব জাতির কল্যাণের নিমিত্তে l এ এক মানবতার শাস্ত্র l আজকের যুগে এই গীতা জ্ঞান মানুষের জীবন যাপনের কলা শেখায় l সম্ভবত এই কারণেই সমস্ত সংসারের মানুষ শ্রীমদ্ভগবদগীতাকে বোঝার চেষ্টা করে আসছে l আশ্চর্যের কথা যে, আজ সংসারে যত ভাষায় গীতার অনুবাদ হয়েছে, তেমন অন্য কোনো পুস্তকের হয় নি l এ এক এমন পুস্তক যা মানুষ বুঝতে চেয়েছে আর এই পুস্তক থেকে নিজেদের জীবনের নানা সমস্যার সমাধান প্রাপ্ত করতে চেয়েছে কারণ গীতায় আছে অনেক গুহ্য রহস্যের কথা যা অতি সূক্ষ্ম ভাবে অনুধাবনের প্রয়োজন l এই গুহ্য রহস্যকে যখন আমরা আধ্যাত্মিকতার আধারে বোঝার প্রয়াস করি তখন প্রতিটি বিষয় যথার্থ রূপে বোঝার শক্তি এসে যায় l তাই এই কথা মানা হয় যে বিশুদ্ধ আধ্যাত্মিক জ্ঞানের দৃষ্টিতে শ্রীমদ্ভগবদগীতা অতুলনীয় l এর বিশেষত্ব হলো, এতে বর্ণিত জ্ঞান সমগ্র মানব জাতির জন্য l এই জ্ঞান কোনো বিশেষ সম্প্রদায়ের মান্যতার আধারে হয় নি l গীতা শাস্ত্রে সর্ব ধর্মের মর্যাদাকে সুরক্ষিত রেখে ঈশ্বরীয় আধ্যাত্মিক জ্ঞানকে সার রূপে উদ্ধৃত করা হয়েছে l*

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন