🌻 ON GODLY SERVICE
📚 গীতা জ্ঞানের আধ্যাত্মিক রহস্য 📚
✨ THE GREAT GEETA ✨
📝NO * ১১২
🌴 ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্রের বর্ণনা 🌴
🌟 ত্রয়োদশ, চতুর্দশ এবং পঞ্চদশ অধ্যায়
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
🔵 সবথেকে প্রথম প্রকারের সংস্কার হলো প্রকৃত বা আসল সংস্কার l আসল সংস্কার হলো সতোগুণী সংস্কার l আত্মা যখন অব্যক্ত থেকে ব্যক্ত রূপে এই সংসার ক্ষেত্রে আসে, অর্থাৎ পরমধাম থেকে প্রথমবার সাকারী দুনিয়ায় আসে, তখন সেই সময় তার সতোগুণী সংস্কার থাকে, যা হলো আত্মার সাত গুণ ( জ্ঞান, প্রেম, পবিত্রতা, সুখ, শান্তি, আনন্দ আর শক্তি ) l সেইসময় আত্মা সাত গুণে ভরপুর অর্থাৎ আত্মার ব্যাটরি সম্পূর্ণ চার্জ থাকে l এই হলো আত্মার প্রকৃত সংস্কার l কিন্তু এই সংসারে আসার পর আত্মা ধীরে ধীরে তার বাস্তবিকতা থেকে দূরে যেতে থাকে, আর এই সংসারের নানা বিষয়ের বশীভূত হতে শুরু করে l সাত গুণে ভরপুর যে সংস্কার তাও ধীরে ধীরে লুপ্ত হতে থাকে আর এই দুনিয়ার কু পরিবেশের আধারে তার সংস্কার প্রভাবিত শুরু করে l আত্মার কর্ম তখন বিশেষ করে অজ্ঞানতা এবং অহংকারের আধারেই হতে থাকে l আর এই কারণেই আত্মার ভিতরে এই ধরনের সংস্কার বিকশিত হতে থাকে l
🔵 দ্বিতীয় প্রকারের সংস্কার হলো পুনর্জন্মের সংস্কার l বিভিন্ন আত্মা বিভিন্ন পরিবার বা পরিবেশ থেকে আসার কারণে সেখানকার সংস্কারও তাদের মধ্যে এসে যায়, এবং সেই সংস্কারের প্রভাব তাদের কর্মে প্রতিফলিত হয় l অনেক সময় দেখা যায়, কোনো তিন বছরের বাচ্চা অথচ কম্প্যুটার চালাতে জানে বা কোনো পাঁচ বছরের বাচ্চা অথচ শাস্ত্রের শ্লোক বলতে জানে, তখন মানুষ বলে, পূর্ব জন্মের সংস্কার উদয় হয়েছে l এ কি কেবল তাদের মধ্যেই উদয় হয়েছে, অন্য কারোর মধ্যে নেই ? সংস্কার সকলের মধ্যেই থাকে কিন্তু ইনটেনসিটিতে তফাত হয় l কারোর কারোর মধ্যে তীব্র ইনটেনসিটিতে তা প্রকট হয় l যার প্রভাব স্পষ্ট রূপে দেখা যায় l আবার কারোর মধ্যে স্লো ইনটেনসিটিতে তা প্রকট হয় l তখন তা দেখা যায় না, কিন্তু মাঝে মাঝে বর্তমানের কর্মে সেই সংস্কারের প্রভাব অবশ্যই এসে যায় l কখনো মানুষ নিজেই বুঝতে পারে না যে আমি এমন কেন করছি ?
👉 কেমনভাবে পূর্বজন্মের সংস্কার মাঝে মাঝে জীবনে প্রবেশ করে তা এক আসল কাহিনীর মাধ্যমে বর্ণনা করব l ক্রমশ: ...........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন