আত্মার প্রতিচ্ছবি -পাঁচ-বিকে সিস্টার শিবানী*

 *আত্মার প্রতিচ্ছবি* 
———— *ব্রহ্মাকুমারী সিস্টার শিবানী*
 *পর্ব - ৫* 
 *ওম শান্তি*  
*আমাদেরকে সকাল সকাল উঠে নিজ আত্মার মধ্যে ভালো ভালো জ্ঞান ভরতে হবে। মনের মধ্যে শুদ্ধ পরিবেশ তৈরি করতে হবে। কিন্তু এই রকম হওয়া যাবে না যে, সকালে তো ভালো ভালো জ্ঞান ভরে নিয়েছি, তথাপি সারাদিন এদিক ওদিক থেকে অপ্রয়োজনীয় ফালতু কথাও ভরেছি। তাহলে সকালে ভরা ভালো জ্ঞানের কোন প্রভাব থাকবে না......।*
বিকে শিবানী
*আমি কোনো এক পেশার সাথে যুক্ত আছি। আমাকে আমার পেশার সঙ্গে সম্পর্কিত কোন জরুরী তথ্য পড়তে হচ্ছে। কিন্তু তার সাথে সাথে এদিক-ওদিক এর ফালতু তথ্যও পড়ছি। যাতে নাকারাত্মকতা আছে, সেটাই আত্মাকে দুর্বল করে দেয়।*
*আজ আমার জীবনে যা কিছু প্রাপ্তি ঘটেছে, আমি যেটা পড়ছি, শুনছি, সেই সব কিছুই আমরা গ্রহণ করি। কিন্তু গ্রহণ করার আগে সেটি সাকারাত্মক না নাকারাত্মক, তা বিচার করি না। আমরা যেরকম তথ্য গ্রহণ করবো, আমাদের চিন্তা ভাবনাও সেই অনুসারে তৈরি হবে।*
*পরমাত্মা আমাদের শেখান যে, সকাল সকাল নিজেদের মধ্যে ভালো জ্ঞান আহরণ করো, আর সারাদিনে ওই জ্ঞান চিন্তন করো। তাহলে আমাদের চিত্ত শুদ্ধ থাকবে এবং তদনুরূপ আমাদের কথাবার্তা ও ব্যবহারে তা প্রকাশ পাবে।*
*এখন আমাকে এই কাজটি করতে হবে যে আমি কোন কথাগুলো চিন্তা করবো, কোন কথাগুলো মন থেকে মুছে দেব আর কোন কথাগুলো অন্তরে সঞ্চিত করে রাখবো।*
*তথ্য সংগ্রহের সময় এসব কথাও মনে রাখতে হবে যে, আমাকে নাকারাত্মক কোন তথ্য পড়াও যাবে না শোনাও যাবে না, যেটা আমাকে দুর্বল করে দেয়। কিন্তু যদি কোনো কারণে এইরকম হয়ে যায় বা আমাদের মনে যদি কোনো অস্থিরতা বা নাকারাত্মকতা চলতে থাকে, তখন নিজ আত্মার মধ্যে ভালো তথ্যের সঞ্চার করতে হবে। পরমাত্মার জ্ঞান পড়ে বা কোন ভালো বই পড়ে ওই নাকারাত্মকতাকে বাধা দিতে হবে। এমন নয় যে কিছু সময় পরে, পড়ে নেব, না, সেই সময়ই নিজের মধ্যে ভালো ভালো তথ্যের সঞ্চার করতে হবে। যতখানি আমরা সাকারাত্মক হতে পারব, সাকারাত্মকতার দিকে যাব, ততই আমাদের আত্মা শক্তিশালী হয়ে উঠবে।*
*আমাদের নিজের কাছে সর্বদা কিছু ভালো ও সাকারাত্মক তথ্য রাখতে হবে। পরমাত্মার কোন জ্ঞানের বই, ভালো কিছু কথা কোথাও লিখে রাখতে হবে, আর যখনই আমাদের মন দুখি - অশান্ত হয়ে যাবে, নাকারাত্মকতার দিকে যেতে থাকবে, তখন সেই পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করার জন্য, ওই সময় কিছু ভালো ভালো কথা পড়তে বা শুনতে হবে, যার দ্বারা আত্মা শক্তিশালী হয়ে উঠবে.......।*
*সর্বদা স্মরণে থাকে যে, আমাকে সাকারাত্মক তথ্য গ্রহণ করতে হবে, নাকারাত্মক তথ্য মুছে ফেলতে হবে, আর ভালো ভালো কথা সঞ্চয় করতে হবে।*
 *।।ওম শান্তি।।* 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন