*ব্যর্থ ভাবনা আর সংকল্প থেকে নিজেকে দুরে রাখা* :------
১. বেশি ভাগ দেখা গিয়েছে যে আমরা খুব ভালো যোগ করি, মন দিয়ে মুরলীও পড়তে থাকি, দরকার পড়লে আরো দশ জনকে জ্ঞানের ভালো-ভালো পয়েন্টস শুনিয়ে দিই, কিন্তু বিপরীত পরিস্থিতি আসলে আমরা সেই গুলো নিজের জীবনে ধারণ করে রাখতে পারি না, তার কারণ কি ?
কারণ হল নম্রতার কবচ-কুণ্ডল নেই আমাদের কাছে | বিন্দু মাত্রও সহ্য শক্তি নেই | ছোটো-ছোটো কথাতে মন খারাপ হয়ে যায়, তার দায় আমরা সব সময় অন্যদেরকে করি, তার মূল কারণ হল দেহ-অভিমান | যতক্ষণ না দেহ-অভিমান থেকে দেহী-অভিমানী (Soul conscious) হতে পারব, আমাদের জ্ঞান নিজের জন্য বা সামনের আত্মাদের প্রতি কোনো কাজ দেবে না |
২.জ্ঞান-ধ্যান-ধারণা এই তিনটি বিষয়ে নিজেকে সব সময় যাঁচাই করতে হবে, একটাও কম হলে নিজের উন্নতি বা অন্য আত্মাদের উন্নতি হতে পারবে না | সর্বদা "মনমনাভব" -এর মন্ত্র মনে রাখতে হবে, উঠতে-বসতে সর্বদাই এইটাই চিন্তা করতে হবে যে আজকে যেন কোনো আত্মাকে আমি কষ্ট না দিই | একজন আত্মাও যদি আমাদের ব্যর্থ সংকল্পের জন্য দুঃখ পায়, আমাদের পোস্ট সত্যযুগে কমে যাবে। শুভ-সংকল্প, শুভ-ভাবনা দিয়ে প্রতিটি আত্মার উদ্ধার করতেই বাবা আমাদের নিজের কাছে ডেকেছেন | আমরা নিজেকে সর্বদা স্বমানের স্থিত উচ্চ স্থানে থাকি আর অন্য আত্মাদের দোষ না দেখে তাদেরকেও স্বমানে টিকিয়ে রাখতে তাদের সাহায্য করি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন