রাজযোগ মেডিটেশনের সাত দিনের কোর্স পরিচয়

☆☆☆☆☆☆☆☆☆7 DAY'S COURSE☆☆☆☆☆☆☆☆

            ¤¤ সাত দিনের কোর্স --- পরিচয় ¤¤
                                                               ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

    মানুষ  নিজের জীবনের অনেক প্রশ্নের  সমাধান  করে থাকে  এবং তার ফল স্বরূপ অনেক পুরস্কারও লাভ করে। কিন্তু  একটা ছোট্ট  প্রশ্নের জবাব সে জানে না -- "আমি কে"? সারা দিনে কত অসংখ্য বার মানুষ "আমি" শব্দটা ব্যবহার  করে থাকে । কিন্তু  যদি জিজ্ঞাসা  করা যায় " আমি " কে? তাহলে কেউ বলবে রাম মুখোপাধ্যায়, বা রমা সেন ইত্যাদি ইত্যাদি । কিন্তু  সঠিক ভাবে বিচার করলে বোঝা  যাবে  এই নাম গুলি হল শরীরের নাম। শরীর হলো আমার, কিন্তু  আমি তো  শরীর নই। তাহলে  আমি কে? এই ছোট্ট  একটি প্রশ্নের উত্তর  না জানা থাকার কারণে  মানুষ  আজ নিজের দেহকেই আমি মনে করছে এবং Body-concious অর্থাৎ দেহ- অভিমানী হয়ে গেছে । আমরা জানি  যে আমাদের  শরীর পাঁচ তত্ত্ব  ( অগ্নি,  বায়ু,  আকাশ,  জল ও পৃথিবী ) দ্বারা  গঠিত । কিন্তু  একজন  ধার্মিক  মানুষ  যখন কর্ম ব্যবহারে আসবেন তার মনে নিশ্চয়ই  আসবে একথাটি যে  আমাদের  শরীর হল একটি Composite machine  বা একটি Assembly of instrument. তার মানে আমি বলি,  শুনি, দেখি, বা যা ই করি, আমি  হলাম আলাদা। আর এই শরীরের ধর্ম  হল ছয়টি রিপু -- কাম, ক্রোধ,  লোভ ইত্যাদি ; পাঁচ বিকারের বশীভূত  হয়ে মানুষ  আজ দুঃখে জর্জরিত ।

   এখন পরমপিতা পরমাত্মা  'শিব' বলছেন, আজ মানুষের  এত অভিমান  যে বলে "আমি" মালিক, "আমি " অফিসার, "আমি" ব্যবসায়ী, "আমি " রাজনীতিবিদ........ নিজেকে না জানার অজ্ঞতাই এই অহংকারের জন্ম  দিয়েছে । এই সৃষ্টি -রূপী নাটকের আদি, মধ্য - অন্তের জ্ঞান, আমি  কোথা থেকে  এসেছি, কখন এসেছি,  কিভাবে  সুখ শান্তিময় রাজ্য  হারিয়েছি এবং  পরমপিতা  পরমাত্মা( এই সৃষ্টির রচয়িতা ) কে? --- এই সমস্ত  রহস্য  কেউই জানে না। এখন এই মনুষ্য  জীবনের  প্রকৃত রহস্য ( puzzle of life) বা পরিচয়কে জেনে পুনরায় দেহী- অভিমানী হয়ে  উঠতে পারে । এর ফল-ফল - স্বরূপ নর শ্রীনারায়ণ আর নারী শ্রীলক্ষ্মীর পদ প্রাপ্ত  করতে  পারে। আর তার ফলে মানুষের  আত্মা  মুক্তি,  জীবন মুক্তি লাভ করতে পারে। এইভাবেই সম্পূর্ণ পবিত্রতা, সুখ, শান্তি  প্রাপ্তি  হয় ।

      মানুষ যখন দুঃখ কষ্ট  বা অশান্তি গ্রস্ত হয় তখন সে ঈশ্বরকে ডাকে,  বলে --- " হে দুঃখহর্তা, সুখকর্তা, শান্তি  দাতা প্রভু, আমায় শান্তি দাও।" বিকার গ্রস্ত  মানুষ  পবিত্রতার জন্য  ঈশ্বর  তথা পরমাত্মার কাছেই আর্জি  জানিয়ে  বলে  -- " হে দেব, আমায় বিষয় বিকার থেকে মুক্ত করো" অথবা "হে প্রভু, আমাদের শুদ্ধতা দাও, সকল অমঙ্গল দূর করে মঙ্গল করো।" কিন্তু  পরমপিতা পরমাত্মা তথা সকল কলুষতা থেকে  মুক্ত করবার জন্য যে ঈশ্বরীয় জ্ঞান ও সহজ  রাজযোগের শিক্ষা দেন অধিকাংশ ব্যক্তি সে বিষয়ে অবগত নন এবং নিজের ব্যবহারিক জীবনে তা ধারণ বা প্রয়োগ করেন না । পরমপিতা পরমাত্মা আমাদের জীবনে পথ প্রদর্শন করান এবং সর্বদা আমাদের সহায় থাকেন। কিন্তু  তার জন্য পুরুষার্থ (পুরুষ= আত্মা, আত্মার  সর্ব শ্রেষ্ঠ  উন্নতি ) তো  আমাদের  নিজেকেই করতে হবে। তবেই তো আমরা প্রকৃত সুখ ও শান্তি লাভ করতে পারব এবং  শ্রেষ্ঠাচারী হতে পারব।

  এরপর পরমপিতা পরমাত্মা দ্বারা উদ্ঘাটিত জ্ঞান ও সহজ রাজযোগের বিষয়ে বিষদে আলোচনা করব। Brahmakumaris Bengali section সকলের সুবিধার্থে Facebook এ সর্বপ্রথম বাংলা ভাষায় রাজযোগ মেডিটেশন কোর্স করাচ্ছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। 
এছাড়াও প্রজাপিতা ব্রহ্মকুমারীস ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো সেবা কেন্দ্রে বিনামূল্য রাজযোগের অভ্যাস এবং লৌকিক জীবনকে অলৌকিক জীবনে পরিবর্তন করার সহজ শিক্ষা দেওয়া  হয় ।
Brahmakumaris Bengali section এর প্রস্তুতি।

সহজ রাজযোগ মেডিটেশন শিক্ষার প্রাথমিক সাতদিনের কোর্স এর সময়সুচি- প্রতি ইংরেজি মাসের ২ এবং ১৬ তারিখ, সন্ধ্যাঃ ৭.৩০ থেকে রাত ৮.৩০ মিনিট পর্যন্ত। এছাড়া, দি একাডেমি ফর এ বেটার ওয়ার্ল্ড- এ প্রতিদিন সকাল সন্ধ্যা আধ্যাত্মিক জ্ঞান এবং রাজযোগ মেডিটেশনের ক্লাস হয়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন।

এছাড়া, দি একাডেমি ফর বেটার ওয়ার্ল্ড- এ প্রতিদিন সকাল সন্ধ্যা আধ্যাত্মিক জ্ঞান এবং রাজযোগ মেডিটেশনের ক্লাস হয়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন।

রাজযোগ মেডিটেশন - দি একাডেমি ফর এ বেটার ওয়ার্ল্ড

যোগাযোগের ঠিকানাঃ

The Academy for a Better World, Dhaka, Bangladesh

ঢাকাঃ

১২ কে এম দাশ লেন, ঢাকা ,টিকাটুলি,বাংলাদেশ ।

সেন্ট্রাল মহিলা কলেজের বিপরীতে, ভোলাগিরি আশ্রমের সন্নিকটে।

ফোন নংঃ 0175-956163, 01721-812930,

E-mail : bkdhaka@yahoo.co.uk

চট্টগ্রামঃ

The Academy for a Better World, Chittagong, Bangladesh

এ.সি.আর্কেড ( ৪র্থ তলা) ৫৯/৬২, নবাব সিরাজউদ্দৌলা রোড, সাব-এরিয়া (দত্ত সুইটসের এর পাশে পুলের উপর দশ তলা বিল্ডিং)

দেওয়ান বাজার, চট্টগ্রাম।

মোবাইলঃ 01920- 983131, 01842- 690586


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন