Secret Sauce of Bhagavad Gita - Gita ka Saar- গীতার সার The Academy For a Better World| RajayogaBD

Secrets of Bhagavad Gita- Brahma Kumaris


rajjjog meditation

The Practical Application of the Spiritual Significance of Gita in Modern Living aided by PowerPoint Presentation Shrimad Bhagwad Gita Is the science of self-realization and the exact process by which a human being can establish their eternal relationship with God. In terms of pure, spiritual knowledge the
the academy for a better world Bangladesh brahma kumaris
Bhagavad-Gita is incomparable. Its intrinsic beauty is that its knowledge applies to all human beings and does not postulate any sectarian ideology or secular view. It is approachable from the sanctified realms of all religions and is glorified as the epitome of all spiritual teachings by the Supreme. It is a talk between you and God. Arjuna here, is personified as a consciousness of a person who is entangled in relationship and desires. It is within our psyche that the devilish and divine powers are drawn up in array against each other, which is indicated by the Kauravas and Pandavas and it is within our consciousness that this battle has constantly to be fought. The intellect is in no form to judge except to give-up to devil powers. When the mind is tired and not ready to fight the negative powers..
Bhagavad Gita By Sr BK Usha
Brahma Kumari Usha is a Senior Raja Yoga Meditation teacher and a Management Trainer of the Brahma Kumaris Ishwariya Vishwa Vidyalaya based at the global headquarters in Mount Abu, Rajasthan, India. With her innate qualities, capabilities and Supreme Father's blessings she has focused her strength and specialty into a meaningful channel. In fact, she is a practical example of “Applied Spirituality.

Secrets of Bhagavad Gita By Bk Usha - Jeewan Ka Aadhar- Gita Ka Saar




Secrets of Bhagavad Gita By Bk Usha Youtube Playlist in Hindi 




Secrets of Bhagavad Gita By Bk Usha 




#Bhagavad gita audio
#bhagavad gita online
#bhagavad gitaa  explaination
#bhagavad gita brahma kumaris
#bhagavad gita bk usha

#geeta ka Saar

#ভাগবত গীতা 

#srimad bhagavad gita online  mp3

দাদী হৃদয় মোহিনী গুলজার জীবনী Dadi Hridaya Mohini Gulzar Biography - The Academy For a Better World

Dadi Hridaya Mohini- Dadi Gulzar Biography- The Academy For a Better World- Brahma Kumaris

Dadi Hridaya Mohini dadi Gulzar brahma kumaris
Dadi  Hridaya Mohini is known as Dadi Gulzar who is joint Administrative Head of Brahma Kumaris World Spiritual University. The name of Gulzar means "Rose Garden".
In 1937, when she was only eight years old, she started her Rajyogini life.
Dadiji has visited many foreign countries in East and West including Australia, Japan, New Zealand, Philippines, Hong Kong, Singapore, Malaysia, Indonesia,  U.S.A., Canada, U.K., Germany, France, Russia, Africa etc. She has delivered lectures about Spirituality, Philosophy, Rajyoga, Art of Living, etc.
Dadi Hridaya Mohini is presently a Governing Member of the Managing Committee of the Brahma Kumaris World Spiritual University, Rajyoga Education and Research Foundation, World Renewal Spiritual Trust and Brahma Kumaris Educational Society.
She also administers Brahma Kumaris Centres in Delhi.


দাদী হৃদয় মোহিনী- দাদী  গুলজার- জীবনী পরিচিতি- দি একাডেমী ফর  এ বেটার ওয়ার্ল্ড- ব্রহ্ম কুমারী 

ব্রহ্মা কুমারীর ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক দাদী হৃদয় মোহিনী  সবার কাছে তিনি দাদী গুলজার নামেও পরিচিত।  গুলজার নামের অর্থ ফুলের বাগান
১৯৩৭ সালে , যখন তাঁর বয়স মাত্র ৮ বছর, তখনই ব্রহ্মা কুমারীতে তাঁর রাজযোগের জীবন শুরু হয়।
দাদীজি, এমারিকা, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, ইন্দোনেশিয়া, হংকং , ফ্রান্স , রাশিয়া সহ অনেক দেশ ভ্রমণ করেছেন। তিনি মুলত আধ্যাত্মিক, দার্শনিক, রাজযোগ, আর্ট অফ লিভিং বিষয়ের উপর জ্ঞানগর্ভ লেকচার প্রদান করেন।
দাদী হৃদয় মোহিনী  বর্তমানে ব্রহ্মা কুমারীর ঈশ্বরীয় বিদ্যালয়, রাজযোগ এডুকেশন এন্ড রিসার্চ ফাউন্ডেশন, ওয়ার্ল্ড রিনিউয়েল স্পিরিচুয়েল ট্রাস্ট, ব্রহ্মা কুমারীর এডুকেশনাল সোসায়টির পরিচালনা কমিটির গভর্নিং মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি ব্রহ্মা কুমারীর দিল্লি সেন্টারও পরিচালনা করেন।

Dadi Hridaya Mohini - Dadi  Gulzar  Wallpapear- The Academy For a Better World


Dadi  Hridaya Mohini Gulzar  Biography - brahma kumaris

#Dadi Hridaya Mohini  Biography - The Academy For a Better World
#Dadi Gulzar  Biography - The Academy For a Better World
#Dadi Hridaya Mohini  Biography -Brahma Kumaris
#Dadi Gulzar  Biography -Brahma Kumaris
#দাদী হৃদয় মোহিনী- দাদী  গুলজার- জীবনী পরিচিতি- দি একাডেমী ফর  এ বেটার ওয়ার্ল্ড- ব্রহ্মা কুমারী 


দাদী জানকী জীবনী- Dadi Janki Biography - The Academy For a Better world

Dadi Janki Biography - The Academy For a Better world- Brahma kumaris  

Dadi Janki- The Academy For a Better world- Brahma Kumaris
Dadi Janki is a Chief Administrator in Brahma Kumaris. More than 70 years served by this woman was born in 1916 in the northern Indian province of Sind, now part of Pakistan. Since childhood, she is a vegetarian and has soft corner for old and poor people. She spent only three years in formal education and then went on many pilgrimages in her search for divine truth.
In 1937, she joined the Ishwariya Vishwa Vidyalaya , founded by jeweller, Prajapita Brahma Baba.
In 1974, Dadi left India to carry the Rajayoga teachings overseas.and there she played a key role in establishing the center of Brahma Kumaris in London in 1974. Now under his leadership and inspiration,regular education is being provided by establishing RajaYoga Meditation Center in more than one hundred countries.
In 1997, the Janki Foundation for Global Health, a charitable organization, was established, which helps in the activities of the Global Hospital and Research Center at Mount Abu in Rajasthan.

After the passing away PrakashMani, Brahma Kumari's former chief administrative officer, she has been serving as Chief Administrator since 2007.

দাদী জানকীর জীবনী - দি একাডেমী ফর বেটার ওয়ার্ল্ড - ব্রহ্মা কুমারী


দাদী জানকী বর্তমান প্রজাপিতা ব্রহ্মা কুমারীর ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মুখ্য প্রশাসিকা হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রায় ৭০ বছরের বেশি এই প্রতিষ্ঠানে দায়িত্বরত জানকী দাদী ১৯১৬ সালে বর্তমান পাকিস্তানের হায়দ্রাবাদ  সিন্ধু প্রদেশে জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকেই তিনি নিরামিষাশী ছিলেন এবং গরীব এবং বৃদ্ধ মানুষের প্রতি আলাদা করুনা ছিল , বিপদ - আপদে , অসুখে তিনি তাদের পাশে থাকার চেষ্টা করতেন। তিনি প্রচলিত শিক্ষা ধারায়   তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়েছিলেন এবং বেশির ভাগ সময় সত্য অন্বেষণের জন্য  তীর্থ স্থানগুলোতে ভ্রমণ করতেন।
১৯৩৭ সালে , দাদা লেখরাজ কর্তৃক প্রতিষ্ঠিত ব্রহ্মা কুমারীতে যোগদান করেন। ১৯৭৪ সালে লন্ডনের ব্রহ্মা কুমারীর সেন্টার স্থাপনের পিছনে তিনি মুখ্য ভুমিকা পালন করেছিলেন। বর্তমানে তাঁর নেতৃত্বে  এবং অনুপ্রেরনায়  একশটিরও বেশি দেশে রাজযোগ মেডিটেশন সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে রাজযোগ  শিক্ষা প্রদান করা হচ্ছে।
১৯৯৭ সালে, জানকী ফাউন্ডেশন ফর গ্লোবাল হেলথ নামক দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করা হয়, যা রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত গ্লোবাল হসপিটাল এবং রিসার্চ সেন্টার এর কর্মকাণ্ডে সহায়তা করে।
ব্রহ্মা কুমারীর সাবেক  মুখ্য প্রশাসিকা প্রকাশমণির দেহত্যাগের পর,  ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত তিনি  মুখ্য প্রশাসিকা হিসেবে দায়িত্ব পালন করছেন।


Dadi Janki  Wallpaper - Brahma Kumaris


Dadi Janki - The Academy For a Better world- Brahma Kumaris


#Dadi Janki Biography - Brahma kumaris
#Dadi Janki Biography - rajyogini
#দাদী জানকী
#দাদী জানকি জীবনী পরিচিতি 





Mateshwari Saraswati Jagadamba Mamma Biography মাতেশ্বরী জগদম্বা স্বরস্বতী মাম্মার জীবনী The Academy For a Better World

Mateshwari Saraswati Jagadamba Mamma Biography - The Academy For a Better  World- Brahma Kumaris 


Mateshwari Saraswati was the first administrative head of Prajapita Brahma Kumaris Ishwariya Vishwa Vidyalaya. She came to the Brahma Kumaris during its' initial period, known as Om Mandali, founded by Dada Lekhraj. Soon,  people around there overwhelmed by her sharp intellect and preaching spiritual knowledge. Her given name was Radhe, but she was known as Om Radhe.
Radhe was born in around 1919 in Amritsar, Punjab. Her father, Pokardas was a gold -sliver merchant and mother name is Rocha. She possessed razor sharp intelligence ,a soft and sweet voice as a singer.
She was very affectionate and beloved personality to all. Radhe had studied in Kundan Mall Model School at Hyderabad (Sindh) up to Matriculation. Dadi Prakashmani, who was the Chief of the Brahma kumaris organisation, was her classmate. 
Mamma's role in Gyan Yagya is special since the beginning. And this role became eminent after 1950 when the group settled in Mount Abu and started the service across India. She was loved by one and all and fondly called Mamma.
After continuous 28 years of spiritual service and churning of knowledge, Mamma  passed away on 24th June 1965

মাতেশ্বরী জগদম্বা স্বরস্বতী মাম্মার জীবনী


মাতেশ্বরী জগদম্বা স্বরস্বতী ছিলেন প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিদ্যালয়ের প্রথম প্রশাসনিক প্রধান ছিলেন।  তিনি এই প্রতিষ্ঠানের  সুচনা লগ্নে   যখন ওম মণ্ডলী নামে পরিচিত ছিল তখনই যোগদান করেছিলেন। তাঁর লৌকিক নাম ছিল রাধে।  ব্রহ্মা কুমারীর প্রতিষ্ঠাতা  দাদা লেখরাজ  যখন ওম মণ্ডলী পরিচালনা করতেন , তখনই এই ঈশ্বরীয় যজ্ঞে মাম্মার আগমন ঘটে।  রাধের তীক্ষ্ণ বুদ্ধি এবং দার্শনিক জ্ঞানগর্ভ বচন এবং সুমুধুর ওম ধ্বনির সুর মূর্ছনায়  মুগ্ধ হয়ে যজ্ঞের শ্রোতাদের কাছে তিনি ওম রাধে নামে পরিচিত হয়ে উঠেন ।
রাধে ১৯১৯ সালের পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা, পোকারদাস স্বর্ণ, রুপার ব্যবসায়ী ছিলেন এবং মার নাম রোচা। তিনি প্রখর স্মৃতিশক্তির অধিকারী এবং গায়ক ছিলেন। সবার কাছে তিনি আদুরে এবং মিষ্টি স্বভাবের মেয়ে ছিলেন।
রাধে ঈশ্বরীয় যজ্ঞে শুরু থেকেই বিশেষ ভুমিকা পালন করেছিলেন। ১৯৫০ সালে ব্রহ্মা কুমারী মাউন্ট আবুতে যখন  স্থানান্তরিত হয়, তখন ভারত সহ অনেক জায়গায় নতুন নতুন সেন্টার স্থাপন হতে থাকে, সেই সাথে তাঁর কর্ম পরিধিও বাড়তে থাকে। তিনি  আধ্যাত্মিক জ্ঞানের  সূক্ষ্ম পয়েন্টগুলো ধারণ করে সকলের দুর্বলতা কাটিয়ে উঠার জন্য অনুপ্রেরণা দিতেন। তাঁর স্নেহ, মমতা, শান্তিপ্রিয়তার জন্য সকলের কাছে মাম্মা নামে পরিচিত ছিলেন। 
১৯৬৫ সালের ২৪ জুন মাম্মা দেহত্যাগ করেন । 



Mateshwari Saraswati Jagadamba Mamma Wallpaper

   

the academy for a better world bangladesh

#Mateshwari Saraswati Jagadamba Mamma Biography
# Mamma Biography
#Mateshwari Jagadamba Mamma wiki
# Saraswati Biography 
#মাতেশ্বরী জগদম্বা স্বরস্বতী মাম্মার জীবনী
#মাম্মার জীবনী
##মাতেশ্বরী জগদম্বা স্বরস্বতী মাম্মার জীবনী দি একাডেমী ফর  এ বেটার ওয়ার্ল্ড 




Like Us- The Academy For a Better World- রাজযোগ মেডিটেশন সেন্টার

Hurrah!! We are in social media . Please like and follow us for being updated.

 Facebook:

                

YouTube:
                           


SoundCloud:

                    

Live tv - The Academy for a Better World -Rajayoga Meditation Center | Rajayoga bd

Brahma Kumaris Live tv Program
This program broadcast through Peace of Mind tv channel from India .

               

The Academy For A better world-RajaYoga Meditation Centre in Bangladesh was established in 2000 which focuses on personal development and human welfare. The international headquarters of this non-profit organization is situated at Mount Abu in india and it is known as "Prajapita Brahma kumaris Godly University" throughout the world. There are nine thousand branches of this organization in more than 110 countries.

To know more about details of RajaYoga Meditation course and details of this centre , please click here for details - How to Meditation-The Academy For a Better World.
Location
 The Academy for a Better World -Bangladesh
 Dhaka: 12 K.M. Das Lane,Tikatuli, Dhaka Bhola Nandagiri Ashrome, the opposite of Central Women's College PHONE NO: - +880-1911383442 , +880-1751-956163, +880-1721-812930 E-mail : bkdhaka@yahoo.co.uk
 Chittagong:
 A C Archade(4th floor), 59/62 Nabab Siraj-Ud-Daula Road,Sub Area lane (Besides of Datta Sweets) Dewan Bazar,Chittagong. Mobile: 01920-983131,01842-690586

Tags
#Brahma Kumrais live tv
#meditation live tv
#meditation live program
#মেডিটেশন লাইভ প্রোগ্রাম
#রাজযোগ মেডিটেশন লাইভ  প্রোগ্রাম
#ব্রহ্মা কুমারিজ লাইভ প্রোগ্রাম 
# লাইভ টিভি 
#peace tv live program
#peace of mind live
#peace of mind tv
#rajjog tv
#rajjog program

The Academy For a Better World- Brahma Kumaris Campus- দি একাডেমী ফর এ বেটার ওয়ার্ল্ড - রাজযোগ মেডিটেশন সেন্টার

Brahma Kumaris Campuses 

The Academy For a Better World- Brahma Kumaris Campuses
Brahma Kumaris Campus

Brahma Kumaris Ishwariya Vishwa Vidyalay
Brahma Kumaris Ishwariya Vishwa Vidyalaya (Brahma Kumaris ) is located at Mount Abu in Rajasthan, India founded by Brahma Baba who was a diamond merchant.
In 1936, after having consecutive divine vision, he was inspired to form a Om Mandali, a spiritual community typed school. Then, in 1937, they transferred in Karachi, Pakistan. He entrusted his whole wealth to establish Brahma Kumaris there. In 1950, it was transferred to Mount Abu in Rajasthan, India. This  head quarter of Brahma Kumaris is known as Madhuban that has now over 8500 branches in India and the world.


প্রজাপিতা ব্রহ্মা কুমারিজ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়

 ব্রহ্মা বাবা কর্তৃক প্রজাপিতা ব্রহ্মা কুমারিজ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ( ব্রহ্মা কুমারী) রাজস্থানের মাউন্ট আবুতে প্রতিষ্ঠিত হয়। 
১৯৩৬ সালে তাঁর মধ্যে ধারবাহিকভাবে আধ্যাত্মিক দৃশ্যাবলী প্রকট হতে থাকে , এবং সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে তিনি ওম মণ্ডলী স্থাপন সংগঠন প্রবর্তন করেন। ১৯৩৭ সালে  ওম মণ্ডলী পাকিস্তানের করাচীতে  স্থানান্তরিত হয়। সেখানে  তিনি তাঁর সমস্ত সম্পত্তি দান করে ব্রহ্মা কুমারী প্রতিষ্ঠা করেন । ১৯৫০ সালে এই ব্রহ্ম কুমারী ভারতের রাজস্থানের মাউন্ট আবুতে স্থানান্তরিত হয়। আরাবল্লী পর্বতের উপর প্রতিষ্ঠিত ব্রহ্মা কুমারীর এই মুখ্য কার্যালয় মধুবন নামে পরিচত , যা সারা বিশ্বে ৮৫০০ শাখা প্রশাখা রয়েছে। 


The Academy For a Better World- Brahma Kumaris Campus Wallpaper


                           

tags: 

#Brahma Kumaris Campuses
#the academy for a better world brahma kumaris campuses
# ব্রহ্মা কুমারিজ ক্যাম্পাস
# ব্রহ্মা কুমারী
#Brahma Kumaris Ishwariya Vishwa Vidyalay#প্রজাপিতা ব্রহ্মা কুমারিজ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়


প্রজাপিতা ব্রহ্মা বাবা দাদা লেখরাজের জীবনী- Prajapita Brahma Baba Dada Lekhraj Biography- The Academy For a Better World

Prajapita Brahma Baba Dada Lekhraj  Biography- The Academy For a Better World - Brahma Kumaris

The Academy For a Better World Bangladesh
Dada Lekhraj 

Prajapita Brahma Baba Dada Lekhraj  Biography: 

His full name  Lekhraj Khubchand Kriplani , the founder of Brahma Kumaris. His spiritual name is Prajapita Brahma Baba. He was born in a Hyderabad, Sindh in 1876. His father was a school teacher.
He started his career as a wheat merchant and later became a successful diamond merchant.
Since, the childhood, he was devoted into religion. Lekhraj was married to Jashoda and he had five children.
In 1936, he experienced  Godly Visions and Divine Visits. It inspired him to  establish a spiritual organisation called Om Mandali. He entrusted his whole wealth to establish Brahma Kumaris in 1937 that has now over 8500 branches in India and the world.
Lekhraj died on 18 January 1969, and the Brahma Kumaris subsequently expanded to other countries.

         

প্রজাপিতা ব্রহ্মা বাবা দাদা লেখরাজের জীবনী 

১৮৭৬ সালে হায়দ্রাবাদ সিন্ধু প্রদেশে ব্রহ্মা বাবা জন্মগ্রহণ করেন। প্রদেশটি বর্তমানে পাকিস্তানে অন্তর্ভুক্ত।  প্রজাপিতা ব্রহ্মা বাবার লৌকিক নাম ছিল লেখরাজ খুবচান্দ কৃপালিনী । বাবা স্কুলের শিক্ষক ছিলেন।  ছোটবেলাতেই  তাঁর মা মারা যান । দাদা লেখরাজের পত্নীর নাম যশোদা এবং তিনি পাঁচ সন্তানের জনক ছিলেন।
ব্রহ্মা বাবা খুব অল্প বয়সেই ব্যবসার প্রতি আকৃস্ট হন । শুরুতে তিনি গমের ব্যবসা করেন । তারপর ধীরে ধীরে হীরা ব্যবসায় সুনাম অর্জন করেন। ছোটবেলা থেকে  তাঁর ধর্ম , আধ্যাত্মিক জীবনের প্রতি ঝোঁক ছিলো ।
১৯৩৬ সালে তাঁর মধ্যে ধারবাহিকভাবে আধ্যাত্মিক দৃশ্যাবলী প্রকট হতে থাকে , এবং সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে তিনি ওম মণ্ডলী স্থাপন সংগঠন প্রবর্তন করেন। ১৯৩৭ সালে , তিনি তাঁর সমস্ত সম্পত্তি দান করে ব্রহ্মা কুমারী প্রতিষ্ঠা করে , যা বর্তমানে ভারত সহ সারা বিশ্বে ৮৫০০ টি শাখা প্রশাখা রয়েছে।
দাদা লেখরাজ ১৯৬৯ সালের ১৮ জানুয়ারিতে দেহত্যাগ করেন। তাঁর দেহত্যাগের পরেও ব্রহ্মা কুমারী সফলভাবে সারা বিশ্বে কার্যক্রম চালিয়ে যাচ্ছে । 


               

Brahma Kumaris-old-photos 

 Prajapita Brahma Baba - The Academy For a Better World - Brahma Kumaris

       
Tags:
#Brahma Kumaris-old-photos ; 
#the academy for a better world ; 
#ব্রহ্মা বাবা পুরনো কিছু ছবি ; 
# দাদা লেখরাজ কৃপালিনী ; 
#Dada Lekhraj Kripalani

Special moments-The Academy For a Better World Bangladesh| Rajayoga BD

The Academy For a Better World Bangladesh, Brahma Kumaris, Bangladesh

The Academy For a Better World Bangladesh

সম্পুর্ণ আত্মিক বিকাশ এবং মানব কল্যাণের লক্ষ্য সামনে রেখে ঢাকায় রাজযোগ মেডিটেশন সেন্টার- "দি একাডেমী ফর এ বেটার ওয়ার্ল্ড, বাংলাদেশ"- (THE ACADEMY FOR A BETTER WORLD, Dhaka , Bangladesh)- এর স্থাপনা হয় ২০০০ সালে। এই অলাভজনক সংস্থার আন্তর্জাতিক হেডকোয়ার্টার ভারতের রাজস্থান মাউন্ট আবুতে অবস্থিত এবং সারা বিশ্বে এটি "প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়" (Prajapita Brahma kumaris Godly University ) নামে পরিচিত। পৃথিবী জুড়ে একশ দশটিরও বেশি দেশে এই প্রতিষ্ঠানের নয় হাজারোর বেশি শাখা প্রশাখা রয়েছে।
এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পাবলিক ইনফরমেশন কর্তৃক স্বীকৃত এবং ইকোসক (ECOSOC) এবং ইউনিসেফ কর্তৃক কন্‌সালটেটিভ স্ট্যাটাস প্রাপ্ত। ওয়ার্ল্ড পিস্‌ মেডাল (World Peace Medal) এবং ইন্টার ন্যাশনাল পিস মেসেঞ্জার এয়াওর্ড সহ বহু পুরস্কারে ভূষিত।
 বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন বা নিম্ন লিখিত ঠিকানায় যোগাযোগ করুন।

রাজযোগ মেডিটেশন - দি একাডেমি ফর এ বেটার ওয়ার্ল্ড

যোগাযোগের ঠিকানাঃ
ঢাকাঃ
১২ কে এম দাশ লেন, ঢাকা ,টিকাটুলি,বাংলাদেশ ।
সেন্ট্রাল মহিলা কলেজের বিপরীতে, ভোলাগিরি আশ্রমের সন্নিকটে।
ফোন নংঃ 0175-956163, 01721-812930,
E-mail : bkdhaka@yahoo.co.uk

চট্টগ্রামঃ
এ.সি.আর্কেড ( ৪র্থ তলা) ৫৯/৬২, নবাব সিরাজউদ্দৌলা রোড, সাব-এরিয়া (দত্ত সুইটসের এর পাশে পুলের উপর দশ তলা বিল্ডিং)
দেওয়ান বাজার, চট্টগ্রাম।
মোবাইলঃ 01920- 983131, 01842- 690586

দি একাডেমী ফর এ বেটার ওয়ার্ল্ড - এর কিছু মুহুর্ত - 


                      

2015 সালের বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে দি একাডেমী ফর এ বেটার ওয়ার্ল্ড এর শোভাযাত্রা ।
                 

the academy for a better world

           


tags: #The Academy For a Better World Bangladesh,# Brahma Kumaris, Bangladesh

#দি একাডেমী ফর এ বেটার ওয়ার্ল্ড
#ব্রহ্মা কুমারিজ বাংলাদেশ 

দাদী রতন মোহিনীর জীবনী- Dadi Ratan Mohini Ji Biography & Life Moments -The Academy For a Better World

Dadi Ratan Mohini Ji Biography & Life Moments - Brahma Kumaris- The Academy For a Better World

Dadi Ratan Mohini Ji - Old Photos

The Academy For a Better World Bangladesh
Dadi Ratan Mohini Ji 
Dadi Ratan Mohini was born  on 25th March in 1925, at Hyderabad Sindh in India. When She was only 12 years old, she got in touch with Brahma Kumaris. Prajapita Brahma Baba, who is the founder of Brahma Kumaris, guided her in the intellectual world.
        
In 1950, after fourteen years of solitude and intense meditation, along with all the other students of the vishwa vidyalaya, she came and settled in Mount Abu.In 1950, After having deep meditation and solitude life, she returned with others disciples in Mount Abu. 
Dadi subsequently travelled in Asia for nearly a year, rendering spiritual services to people in Hong Kong, Singapore and Malaysia. From 1972 to 1974 she put major effort in the establishment of Uk BK centres. Since then Dadi has been based in India but has travelled throughout Africa, North and South America and the Caribbean, Europe, Russia and Asia. In India she is known for the large youth marches and rallies which she has organized or guided.
Rajyogini Dadi Ratan Mohini ji, was awarded with Honorary Doctorate Degree from Gulbarga University on 20th February, 2014.In 2015, Dadi Ratan Mohini received the Bharat Gaurav Award at the Houses of Parliament, London, UK.
Dadi is the chairperson of the youth wing of the Rajyoga Education and Research Foundation, a sister concern of the Brahma Kumaris. Her simplicity coupled with divinity and spirituality has inspired thousands of youth to lead a life of peace. Dadi is also director of the Rajyoga Teachers Training Programme.

দাদী রতন মোহিনীর জীবনী

দাদী রতন মোহিনী ১৯২৫ সালের ২৫ মার্চ ভারতের হায়দ্রাবাদ সিন্ধুতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তাঁর আধ্যাত্মিক জ্ঞানের প্রতি ঝোঁক ছিলো। মাত্র ১২ বছর বয়েসেই তিনি ব্রহ্মা কুমারির সংস্পর্শে আসেন। প্রজাপিতা ব্রহ্মা বাবার প্রতিষ্ঠিত ব্রহ্মা কুমারি প্রতিষ্ঠানের আদর্শে অনুপ্রাণিত হয়ে,ব্রহ্মা কুমারীর (বিকে) কুমারীর জীবন বেঁছে নেনে। গভীর আধ্যাত্মিক এবং দার্শনিক বক্তা দাদী রতন মোহিনী পবিত্রতা এবং শান্তির এক অপুর্ব প্রতিমা।
১৯৫৪ সালের দাদী , জাপানের বিশ্ব শান্তি সম্মেলনের প্রতিনিধিত্ব করেন। আধ্যাত্মিক  সেবামুলক কাজের জন্য তিনি হংকং , সিঙ্গাপুর, মালয়শিয়া, জাপান সহ এশিয়ার বিভিন্ন দেশ পরিভ্রমন করেন।  ১৯৭২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত লন্ডনের ব্রহ্মা কুমারীর সেন্টার স্থাপনে মুখ্য ভুমিকা পালন করেছেন।
তিনি রাজযোগ এডুকেশন এবং রিসার্চ ফাউন্ডেশন এর যুব সংগঠন শাখার চেয়ারপার্সন ভুমিকার দায়িত্ব পালন করছেন। দৈবী গুনে গুনান্বিত দাদীর সরলতা লাখ লাখ যুবকদের শান্তির পথে অনুপ্রাণিত করছে।  তিনি একাধারে ব্রহ্মা কুমারীর যুগ্ম প্রধান এবং ব্রহ্মা কুমারীর রাজস্থান জোনের কেন্দ্রীয় প্রধান।
 যুবক ও নারীর আধ্যাত্মিক, নৈতিক ও সামাজিক ক্ষমতায়নে ভুমিকা রাখার জন্য গুলবার্গ বিশ্ববিদ্যালয়  তাঁকে সম্মানীয় ডক্টরেট ডিগ্রী প্রদান করেন। লন্ডনের হাউজ অফ পার্লামেন্ট থেকে তিনি ভারত গৌরব এওয়ার্ড  লাভ করেন ।   

দাদী রতন মোহিনী জির কিছু বিশেষ মুহুর্ত 


                 

Dadi Ratanamohini Ji - Old Photos

                       

                      

tags: 

#Dadi Ratan mohini Ji - Old Photos
#Dadi Ratan mohini Ji - Brahma Kumaris
#brahma-kumaris-old-photos
##the-academy-for-a-better-world-old-photos
# দাদী রতন মোহিনী জি 

#BRAHMA_KUMARIS_PHOTOS

#BRAHMA_KUMARIS_WALLPAPER

#Ratanamohini wiki#Ratan mohini biography