জল এবং অন্নকে চার্জ করার খুব সহজ এবং সুন্দর বিধি

জল এবং অন্নকে চার্জ করার খুব সহজ এবং সুন্দর বিধি"*

⚛ *জল এবং অন্নকে চার্জ করার জন্য আমাদের কিছু পজেটিভ সঙ্কল্প এবং শ্রেষ্ঠ স্বমানে স্থিত হতে হবে, কেননা আমাদের সঙ্কল্প যেমন হয়, সেই সঙ্কল্পই জল এবং অন্নে প্রবেশ করে ।*

⚛ *আপনি যখন জল এবং অন্নকে চার্জ করবেন, তখন 7⃣ বার সঙ্কল্প করবেন ।*

1⃣ *আমি পরম পবিত্র আত্মা, পবিত্রতার সাগর শিববাবার পবিত্র কিরণ আমি আত্মার মধ্যে প্রবেশ করছে, আর আমার নয়ন এবং হাতের মধ্যে দিয়ে তা জলের মধ্যে প্রবেশ করছে ।*

2⃣ *আমি মাস্টার সর্বশক্তিমান, আমার নয়ন থেকে পবিত্র কিরণ এই অন্নের মধ্যে প্রবেশ করছে ।*

*তখন এই পবিত্র ভাইব্রেশন জল এবং ভোজনে যেতে থাকবে ।*

⚛ *জলের মধ্যে আমাদের সঙ্কল্পকে গ্রহণ করার জন্য সবথেকে বেশী শক্তি থাকে । তাই আমরা যে সঙ্কল্প করি তা অতি শীঘ্র জল গ্রহণ করতে থাকে । এই বিধিকে নিত্য দিনচর্যায় সামিল করুন, তারপর দেখুন আপনার জীবন কতো সুখময় হয়ে যায় ।*

🌷🌷ওম শান্তি 🌷🌷

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

আত্মার প্রকৃত গুণ ''শান্ত স্বরূপে'' স্থিত হওয়া

*মন কার ? আমার নিজের ----কে একে অশান্ত করেছে ? ----আমি নিজে -----তাহলে এই মনকে কে শান্ত করবে ? ----আমি নিজে ------মনকে শান্ত করার উপায় হলো -----আত্মার প্রকৃত গুণ ''শান্ত স্বরূপে'' স্থিত হওয়া -----আর শান্তির দাতা পরমাত্মাকে স্মরণ করা ------*
🙏ওম শান্তি 🙏

পূর্ব কর্ম, পূর্ব জীবন সব ভুলে যান

ওম শান্তি 🙏

*পূর্ব কর্ম, পূর্ব জীবন সব ভুলে যান, আজ আর আপনি কারোর সম্বন্ধে খারাপ চিন্তা করবেন না, কারোর ক্ষতি করবেন না --- আপনার আগামী জীবন অবশ্যই সুখের হবে ।*

🌻🌻 *বি.কে.সিস্টার শিবানী*🌻🌻

🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀

পরিবর্তনের রহস্য হলো -নিজের শক্তিকে নির্মাণে লাগানো

২৬ শে নভেম্বর, ২০১৯

✨🌹✨অাজকের প্রেরণা ✨🌹✨

*পরিবর্তনের রহস্য হলো ---নিজের শক্তিকে নির্মাণে লাগানো, পুরানো সংস্কারের সঙ্গে সংঘর্ষ করে তাকে নষ্ট করা নয় ।*

⚜⚜ *আজ থেকে আমরা নতুনের নির্মাণের দ্বারা পুরানোকে যেন পরিবর্তন করতে পারি ------*

🌹🌹মধুবন 🌹🌹

☀❣☀❣☀❣☀❣

জাগ্রত জ্যোতি পরমাত্মা শিবের সংস্পর্শে আলোকিত করাই হলো দিওয়ালি

অাজকের মিষ্টি মোতি*💧

২৬ শে নভেম্বর :-- *শরীর রূপী মন্দিরে আত্মা রূপী দীপকের নিভন্ত শিখাকে সদা জাগ্রত জ্যোতি পরমাত্মা শিবের সংস্পর্শে আলোকিত করাই হলো প্রকৃত দিওয়ালি ।*

🙏🙏ওম শান্তি 🙏🙏

🌹🌹ব্রহ্মাকুমারীজ 🌹

আমাদের সিদ্ধান্তই আমাদের ভিতর সংস্কারের পরিবর্তন করায়

অমূল্য মোতি*

২৬ - ১১ - ১৯

*প্রত্যেক পরিস্থিতিকে পরখ করে আমরা কি নির্ণয় গ্রহণ করি, সেই সিদ্ধান্তই আমাদের ভিতর সংস্কারের পরিবর্তনকে পরিলক্ষিত করায় ।*

🙏🙏ওম শান্তি 🙏🙏

🌻🍁🌻🍁🌻🍁🌻

জীবন আমাদের প্রতি মুহূর্তে পরিবর্তনের সুযোগ দেয়

২৭ শে নভেম্বর, ২০১৯

✨🌹✨অাজকের প্রেরণা ✨🌹✨

*জীবন আমাদের প্রতি মুহূর্তে পরিবর্তনের সুযোগ দেয় ----*

⚜⚜ *আজ থেকে আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে যেন ব্যবহার করতে পারি ----*

🌹🌹মধুবন 🌹🌹

☀❣☀❣☀❣

*দীপাবলী পালন করার অর্থ নিজেকে জ্ঞানের প্রকাশে ভরপুর করা

*অাজকের মিষ্টি মোতি*💧

২৭ শে নভেম্বর :-- *দীপাবলী পালন করার অর্থ নিজেকে জ্ঞানের প্রকাশে ভরপুর করে বিশ্বের প্রতিটি প্রান্তকে পবিত্রতার প্রকাশে প্রকাশিত করা ।*

🙏🙏ওম শান্তি 🙏🙏

🌹🌹ব্রহ্মাকুমারীজ 🌹🌹

💧💧💧💧💧💧💧💧💧

জীবন আমাদের প্রতি মুহূর্তে পরিবর্তনের সুযোগ দেয়

২৭ শে নভেম্বর, ২০১৯

✨🌹✨অাজকের প্রেরণা ✨🌹✨

*জীবন আমাদের প্রতি মুহূর্তে পরিবর্তনের সুযোগ দেয় ----*

⚜⚜ *আজ থেকে আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে যেন ব্যবহার করতে পারি ----*

🌹🌹মধুবন 🌹🌹

☀❣☀❣☀❣

প্রতিটি কার্য নিমিত্ত ভাবে করবো, অনাসক্ত থাকবো

আত্মকৃতি স্নেহ - মোতি*☀☀

২৭ - ১১ - ১৯

*আমরা প্রতিটি কার্য নিমিত্ত ভাবে করবো, এবং অনাসক্ত থাকবো, তাহলে আমরা নিরপেক্ষ আর মুক্ত থাকতে পারবো, নিমিত্ত ভাবে কার্য করে সেই কার্যকে সৌভাগ্য মনে করে অহংকার মুক্ত হয়ে প্রসন্নতার সঙ্গে করবো ।*

🌻🌻ব্রহ্মাকুমারীজ 🌻🌻

❤💙❤💙❤💙❤💙❤💙❤

"এখন নয় তো কখনোই নয়"

*অব্যক্ত পালনার রিটার্ন* ♦
*_দৃঢ়তা_*
❒ ২৬ ❒ ১১ ❒ ১৯ ❒

বাপ-দাদা প্রথম থেকেই বলে এসেছেন যে, হঠাৎ অনেক কিছু হয়ে যেতে পারে এই জন্য সন্দেশ দেওয়ার বা নিজেদের উন্নতি এখনই-এখনই, কখনো-কখনো নয়, বাপ-দাদা বলেছেন যে, বাস্তবে *ব্রাহ্মণদের ডিকশনারিতে "কখনো-কখনো" শব্দ শোভা পায় না। এখনই এখনই সংকল্প করে, তা কর্মে প্রতিফলন করতেই হবে। দেখবো, করবো এই বো বো শব্দ হবে না। এইজন্য তোমাদের মাম্মা এই লক্ষ্য রেখেছিলেন যে, স্মরণে রাখার জন্য "এখন নয় তো কখনোই নয়"।*

তো ডবল পুরুষার্থী বাচ্চারা এখনই এখনই করবে নাকি কখনো কখনো করবে? যারা মনে করছে যে এখনই এখনই করে দেখাবো তারা হাত ওঠাও। করতেই হবে, করতেই হবে। করবো নয়, করতেই হবে। স্মরণে রেখো তোমরা নিজেরাই নিজেদের চার্ট রাখবে, আর বাপ-দাদা প্রথমেই শুনিয়েছেন যে *প্রত্যেক রাত্রিতে বাপ-দাদাকে তোমাদের সমস্ত দিনের চার্ট শুনিয়ে নিজেদের বুদ্ধিকে খালি করলে তোমাদের নিদ্রাও খুব ভালো আসবে আর সাথে প্রত্যেক দিনের স্থিতি কেমন ছিল তা বাবাকে শোনানোর জন্য দ্বিতীয় দিন সেটা স্মরণ থাকবে যে বাবাকে আমরা নিজের করেছি তাই সেই স্মৃতি সহযোগ প্রদান করবে।* ধর্মরাজপুরীতে যেতে হবে না। দিয়ে দিয়েছি, তাই না, আর নিজেকে পরিবর্তন করে নিলেই ধর্মরাজপুরীতে যাওয়া থেকে বেঁচে যাবে।শুভরাত্রি *বাপ-দাদা তো প্রত্যেক বাচ্চার মধ্যে নিশ্চয় আর সাহসের উৎসাহ এখনই এখনই দেখতে পাচ্ছেন। কিন্তু যাওয়ার সময় প্লেনের মধ্যে যেন অল্প একটু কম না হয়ে যায়। সর্বদা বাড়াতে থাকবে। দৃঢ় সংকল্পের চাবি যেটা বাপ-দাদা দিয়েছেন সেটাকে সর্বদাই বজায় রাখবে। করতেই হবে*, এখনই এখনই, পরে করব নয়, হয়ে যাবে, হতেই হবে, হয়ে যাবে না, হতেই হবে, ডবল পুরুষার্থীর যে উপাধি বাপ-দাদা তোমাদের দিয়েছেন সেটাকে সর্বদা স্মরণে রেখো।

❤ *অব্যক্ত বাপ-দাদা* 
(২৫-১০-২০০৯)

💢❄💢❄💢❄💢❄

সত্যের মার্গ কেমন হয়, কঠিন নাকি সহজ,সত্যের মার্গে চললে কি প্রাপ্তি হয়

ওম শান্তি*🙏

*অাজকের প্রশ্ন :-----*

*সত্যের মার্গ কেমন হয়, কঠিন হয়, নাকি সহজ, আর এই সত্যের মার্গে চললে কি কি প্রাপ্তি হয় ❓*

🔴 *ঈশ্বরীয় প্রশ্নোত্তর বিভাগ*🔴

✴✴ *সোনার ভারত*✴✴

*বলা হয়ে থাকে, সত্যের পথ অত্যন্ত জটিল । সত্যপথে চলা সহজ কথা নয় । সত্যপথে চলা তো শাঁখের করাতের উপর চলার সমান, কিন্তু বাবা আজ আমাদের সত্য জ্ঞান এবং সত্যের পরিচয় প্রদান করে, সেই পথে চলা কতো সহজ করে দিয়েছেন । আর আমরা যখন এই সত্যের পথকে এখন বুঝেই গেছি, তখন এই পথে চলা আমাদের কাছে সম্পূর্ণ সহজ হয়ে গেছে । বাবার প্রদত্ত সত্য মার্গে চলে আমাদের প্রাপ্তির ভাণ্ডারও অফুরন্ত ।*

*বাবা আমাদের মুরলীর মাধ্যমে নিত্য এই দিব্য জ্ঞান দিয়ে আসছেন । বাবা রোজ বলেন --- নিজেকে আত্মা মনে করে, আমি তোমাদের বাবা, তোমরা আমাকে স্মরণ করো । আমাকে স্মরণ করলে, আমার সঙ্গে যোগযুক্ত হলে, তোমাদের ৬৩ জন্মের কৃত পাপ, সেই যোগ অগ্নিতে ভস্ম হয়ে যাবে, আর তোমরা আত্মারা পতিত থেকে সম্পূর্ণ পবিত্র হয়ে, সত্যযুগী দুনিয়াতে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে ।*

*বাবা আমাদের এই জ্ঞান প্রদান করে আজ এই কথা স্পষ্ট রূপে বুঝিয়ে দিয়েছেন যে, আমাদের কেমন পুরুষার্থ করতে হবে, যেই পুরুষার্থ করে আমরা মানুষ থেকে দেবতা হতে পারি । বাবা মনুষ্য থেকে দেবতায় পরিণত হওয়ার জন্য কতো সহজ যুক্তি বা নিয়ম বলে দিয়েছেন । তিনি বলেছেন ---বাচ্চারা, তোমরা এখন এই জ্ঞান সরোবরে ডুব দাও, এই জ্ঞান সাগরে ডুব দিলে তোমরা জ্ঞান পরীতে পরিণত হবে ।*

*জ্ঞান স্নানেই আমাদের চেহারা এবং চরিত্রের পরিবর্তন হয় । এই জ্ঞানেই আমাদের ভিতর সমস্ত অপগুণ দূর হয় । বাবাকে আর বিষ্ণুপুরীকে স্মরণ করলে আমরা পবিত্র হই, কেননা দেবতারা অতি পবিত্র, আর তাঁদের মধ্যে পবিত্রতার আকর্ষণ বিদ্যমান । তাই তো, যে সকল মানুষ মন্দিরে যায়, তাদের অল্প সময়ের জন্য সুখ - শান্তি এবং পবিত্রতার অনুভব হয় ।*

*কিছু সময়ের জন্য তাদের মন নির্মল হয় । এখন বেশীরভাগ আত্মারা ৬৩ জন্মের বিকারের জ্বালায় জর্জরিত হয়ে আছে । তারা যদি নিত্য এই জ্ঞান সাগরে অবগাহন করে তাহলে তারাও পতিত থেকে পবিত্র হতে থাকবে । তাই আমাদের সর্বদা বাবার ছত্রছায়ায় থাকতে হবে, তাঁর সংস্পর্শে থাকতে হবে, তথা বাবাকে স্মরণ করে আমাদের চিন্তাধারা এবং সঙ্কল্পকে পবিত্র করতে হবে ।*

🙏🙏ওম শান্তি 🙏🙏

গাড়ির মতন কর্মেন্দ্রিয়কে কন্ট্রোলে রাখা উচিত

অাজকের মিষ্টি মোতি*💧

২৫ শে নভেম্বর :-- *গাড়ি যেমন আমাদের কন্ট্রোলে থাকে, তেমনই আমাদের পাঁচ কর্মেন্দ্রিয় আমাদের কন্ট্রোলে থাকা উচিত ।*

🙏🙏ওম শান্তি 🙏🙏

🌹🌹ব্রহ্মাকুমারীজ 🌹🌹

💧💧💧💧💧💧💧💧💧💧

আশা, নিরাশা আমাদের চিন্তার দ্বারা উৎপন্ন এক ভাব

অমূল্য মোতি*

২৫ - ১১ - ১৯

*আশা আর নিরাশা আমাদের চিন্তার দ্বারা উৎপন্ন এক ভাব, অর্থাৎ আমরা যেই দিশায় চিন্তা করি, আমাদের অন্তরে তেমন ভাবই উৎপন্ন হয়, ঠিক তেমনই আমাদের মানসিক স্থিতি তৈরী হয় ।*

🙏🙏ওম শান্তি 🙏🙏

🌻🌸🌻🌸🌻🌸🌻

কঠোর পরিশ্রমের কারনে সফলতার রব শোনা যায়

২৫ শে নভেম্বর, ২০১৯

✨🌹✨অাজকের প্রেরণা ✨🌹✨

*পরিশ্রম এমন নিঃশব্দে করো, যাতে সফলতার রব শোনা যায় ।*

⚜⚜ *আজ থেকে আমরা যেন কঠোর পরিশ্রমের প্রতি নজর দিতে পারি ------*

🌹🌹মধুবন 🌹🌹

☀❣☀❣☀❣☀❣

পরমাত্মার সঙ্গে সম্বন্ধে মিষ্টতা ধরে রাখার জন্য ধৈর্য, ভরসার প্রয়োজন

আত্মকৃতি স্নেহ - মোতি*☀☀

২৫ - ১১ - ১৯

*পরমাত্মার সঙ্গে সম্বন্ধ তৈরী করার জন্য আমাদের আন্তরিক শক্তির প্রয়োজন, যা চিত্ত শান্ত থাকলে আমরা পেতে পারি, তখনই তাঁর সন্দেশ আমাদের কাছে আর আমাদের সন্দেশ তাঁর কাছে পৌঁছাতে পারে, সম্বন্ধে মিষ্টতা ধরে রাখার জন্য ধৈর্য এবং ভরসার প্রয়োজন, তা আমরা বানিয়ে রাখবো ।*

🌹🌹ব্রহ্মাকুমারীজ 🌹🌹

💙💙💙💙💙💙💙💙

কর্মেন্দ্রিয়কে অধীন করে অধিকারের সঙ্গে কর্ম করো

আমি ব্রাহ্মণ আত্মা*👴

🌷 *সম্বন্ধে থাকো কিন্তু বন্ধনে আসো না । তাহলে এ কি হলো ? কর্মের জন্য 'আসা' আবার কর্ম শেষ হলে পৃথক হয়ে যাওয়া । কর্মের বন্ধনের বশে এসে কর্ম করো না, কিন্তু কর্মেন্দ্রিয়কে অধীন করে অধিকারের সঙ্গে কর্ম করার জন্য কর্মযোগী হও ।*

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

সোল (আত্মা )রূপে স্থিত হওয়া অর্থাৎ তীব্রতা আসা

🙏ওম শান্তি 🙏

*অব্যক্ত বাণী*

*অব্যক্ত বাণীতে বাপদাদা বলছেন -----*

💥 *প্রথম বিভাগে আসবে । ভালো সাহস আছে তাই অতিরিক্ত সাহায্য পাচ্ছো ---এমন অনুভব তো করো, তাই না । (তোমরা গুলির বেগের থেকেও তেজে চলেছো ) আজকাল তো গুলির বেগও কিছুই নয় । রকেট তেজে চলে । রকেটের থেকেও তীব্র । সোল (আত্মা )রূপে স্থিত হওয়া অর্থাৎ তীব্রতা আসা । প্রথমে যেতেই হবে ।*

*( ০৭ - ০৩ - ৯৩, পেজ - ২০৮ )*

*পদ্মগুণ ধন্যবাদ বাবা ।💥🙏

আমাদের শ্রেষ্ঠ পালনা দিতে ঈশ্বরের অবতরণ

অাজকের মিষ্টি মোতি*💧

২৩ শে নভেম্বর :-- *ঈশ্বর বা আল্লাহকে আমরা পিতার পিতা বলি, আর এই কলিযুগের অন্তে তিনি আমাদের শ্রেষ্ঠ পালনা দিতে ধরণীতে এসেছেন ।*

🙏🙏ওম শান্তি 🙏🙏

🌹🌹ব্রহ্মাকুমারীজ 🌹🌹

💧💧💧💧💧💧

সদা হালকা ভাব, প্রতিটি স্থিতির অনুভবী হওয়া অলরাউন্ড আত্মা

ওম শান্তি 🙏

*"বাবার তুল্য সম্পূর্ণ এবং বরদানীমূর্ত হওয়ার জন্য বরদান"*

*সদা হালকা ভাব, প্রতিটি স্থানে, প্রতিটি কার্যে, প্রতিটি স্থিতির অনুভবে ফিট হওয়া অলরাউন্ড আত্মা তো, তাই না ? সদা বড়দের, বাবার শ্রেষ্ঠ সঙ্কল্পকে সম্পূর্ণ করার লক্ষ্যই লক্ষণ এনে দেয় । প্রতিটি বিষয়ে ---"হ্যাঁ" করা --এই বিশেষত্বও বিশেষ আত্মাদের সম্বন্ধে থেকে বিশেষ করে তোলে । বিশেষ আত্মাদের সমান গুণ ধারণ করিয়ে দেয় । এই বিশেষত্ব সদা স্মৃতিতে রেখে, সমর্থ হয়ে বিশেষত্ব দেখিয়ে সামনে এগিয়ে চলো ।*

🍇🍇🍇🍇🍇🍇🍇🍇

শীঘ্র ঘুমানো, ভোরে শয্যাত্যাগ- সুস্থতার প্রথমিক শর্ত

*আত্মকৃতি স্নেহ - মোতি*☀☀

২৩ - ১১ - ১৯

*এক শান্ত এবং আরামদায়ক নিদ্রা, আমাদের নতুন শক্তি এবং উৎসাহে ভরপুর করে, 'শীঘ্র ঘুমাতে যাওয়া এবং ভোরে শয্যাত্যাগ করা' সুস্থতার প্রথমিক শর্ত মানা হয়, আর এও সিদ্ধ যে, এমন করলে অনেক ধরণের রোগের প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায় ।*

🌹🌹ব্রহ্মাকুমারীজ 🌹🌹

💙❤💙❤💙❤💙❤

জীবনের জন্য সুন্দর কর্মের চয়ন করুন

২৩ শে নভেম্বর, ২০১৯

✨🌹✨অাজকের প্রেরণা ✨🌹✨

*আপনার জীবন আপনারই তৈরী কর্মের পরিণাম । আপনার জীবন যদি আপনার পছন্দ না হয়, তাহলে এই হলো তার উপযুক্ত সময় যে আপনি আপনার জীবনের জন্য সুন্দর কর্মের চয়ন করুন ।*

⚜⚜ *আজ থেকে আমরা যেন জীবনে সুন্দর কর্ম করতে পারি ----*

🌹🌹মধুবন 🌹🌹

☀❣☀❣☀❣☀❣☀❣☀

দৃঢ়তাকে নিজের তীব্র পুরুষার্থের চাবি বানাও

*অব্যক্ত পালনার রিটার্ন* ♦
*_দৃঢ়তা_*
❒ 23 ❒ 11 ❒ 19 ❒

বাপ-দাদা কথা দিয়েছেন, বরদান দিয়েছেন যে, আমাদের এক কদম সাহস থাকলে বাবার হাজার কদম দিয়ে সাহায্য করবেন। যেকোনো রকমের কঠিন সংস্কার হোক না কেন, সাহস হারিয়ো না। কারণ? *সর্বশক্তিমান বাবা সহায়ক আছেন আর কম্বাইন্ড আছেন, সর্বদা উপস্থিত আছেন। তোমরা সাহসের দ্বারা সর্বশক্তিমান, কম্বাইন্ড বাবার উপর অধিকার রাখো আর দৃঢ় হও, হতেই হবে, বাবা আমার - আমি বাবার, এই সাহস কখনো ভুলো না।* তাহলে কি হবে? কিভাবে করব? এই রূপ যে সংকল্প ওঠে সেই গুলি "কিভাবে" এই শব্দটি বদল করে "এইভাবে" হয়ে যাবে। কিভাবে করবো? কি করবো? না। এইভাবে হয়েই পড়ে আছে।

চিন্তা করো, করতে থাকো, হতেই হবে, বাবা সাহায্য তো করবেন তাই না....। হয়েই পড়ে আছে, বাবা বন্ধনে আবদ্ধ আছেন, দৃঢ় নিশ্চয়ই বুদ্ধি সম্পন্ন আত্মাদের সাহায্য করার জন্য। শুধুমাত্র রূপটা কিছুটা পরিবর্তন করে দেয়। নির্ভর করো বাবার ওপরেই, কিন্তু রূপ পরিবর্তন করে দাও। বাবা তুমি তো সাহায্য করবে তাই না! তুমি তো বন্ধনে আবদ্ধ আছো,তাই না! নিশ্চয়ই বুদ্ধি, নিশ্চয় হয়েই পড়ে আছে। কেননা *বাপ-দাদা প্রত্যেক বাচ্চাকে জন্মের সাথে সাথেই এই বিজয়ের তিলক লাগিয়ে দিয়েছেন। দৃঢ়তাকে নিজের তীব্র পুরুষার্থের চাবি বানাও।*

❤ *অব্যক্ত বাপ-দাদা* (০৩-০৩-২০০

দৃঢ়তাকে নিজের তীব্র পুরুষার্থের চাবি বানাও

*অব্যক্ত পালনার রিটার্ন* ♦
*_দৃঢ়তা_*
❒ 23 ❒ 11 ❒ 19 ❒

বাপ-দাদা কথা দিয়েছেন, বরদান দিয়েছেন যে, আমাদের এক কদম সাহস থাকলে বাবার হাজার কদম দিয়ে সাহায্য করবেন। যেকোনো রকমের কঠিন সংস্কার হোক না কেন, সাহস হারিয়ো না। কারণ? *সর্বশক্তিমান বাবা সহায়ক আছেন আর কম্বাইন্ড আছেন, সর্বদা উপস্থিত আছেন। তোমরা সাহসের দ্বারা সর্বশক্তিমান, কম্বাইন্ড বাবার উপর অধিকার রাখো আর দৃঢ় হও, হতেই হবে, বাবা আমার - আমি বাবার, এই সাহস কখনো ভুলো না।* তাহলে কি হবে? কিভাবে করব? এই রূপ যে সংকল্প ওঠে সেই গুলি "কিভাবে" এই শব্দটি বদল করে "এইভাবে" হয়ে যাবে। কিভাবে করবো? কি করবো? না। এইভাবে হয়েই পড়ে আছে।

চিন্তা করো, করতে থাকো, হতেই হবে, বাবা সাহায্য তো করবেন তাই না....। হয়েই পড়ে আছে, বাবা বন্ধনে আবদ্ধ আছেন, দৃঢ় নিশ্চয়ই বুদ্ধি সম্পন্ন আত্মাদের সাহায্য করার জন্য। শুধুমাত্র রূপটা কিছুটা পরিবর্তন করে দেয়। নির্ভর করো বাবার ওপরেই, কিন্তু রূপ পরিবর্তন করে দাও। বাবা তুমি তো সাহায্য করবে তাই না! তুমি তো বন্ধনে আবদ্ধ আছো,তাই না! নিশ্চয়ই বুদ্ধি, নিশ্চয় হয়েই পড়ে আছে। কেননা *বাপ-দাদা প্রত্যেক বাচ্চাকে জন্মের সাথে সাথেই এই বিজয়ের তিলক লাগিয়ে দিয়েছেন। দৃঢ়তাকে নিজের তীব্র পুরুষার্থের চাবি বানাও।*

❤ *অব্যক্ত বাপ-দাদা* (০৩-০৩-২০০৭)

💢❄💢❄💢❄💢❄💢

অনুভবী আত্মা ভব:

ওম শান্তি 🙏

*অব্যক্ত বাণী*

*অব্যক্ত বাণীতে বাপদাদা বলছেন -----*

💥 *কেবল বাণীর প্রভাবে যারা আছে তারা কখনো নাচবে আর কখনো চিন্তায় পড়ে যাবে, অনুভব অর্থাৎ পাক্কা ভিত্তি ।*

💥 *অনুভবী আত্মারা যে কোনো বড় সমস্যাকে এমনভাবে সমাধান করবে যেন কিছুই হয় নি । তারা এলো এবং নিজের অভিনয় করলো, কিন্তু সাক্ষী হয়ে, পৃথক এবং প্রিয় হয়ে খেলার সমান দেখবে । কোনো ঘটনা নয়, এটা খেলা এবং মনোরঞ্জন ।*

*(৩১ - ১২ - ৯৬,পেজ - ০৫)*

*পদ্মগুণ ধন্যবাদ বাবা ।💥🙏*

'স্বমানে' কি কি লাভ হয় ? এতে কি আমাদের স্থিতি শ্রেষ্ঠ হয়?

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

☀☀ *মনের কথা ------সুরজ ভাই জি*☀☀

⚜ *'স্বমানে' কি কি লাভ হয় ? 'স্বমানেই' কি আমাদের স্থিতি শ্রেষ্ঠ হয় ?*

💙💙 *শিব ভগবান উবাচঃ -- স্বমানে স্থিত হওয়াই হলো সম্পূর্ণ হওয়া । স্বমান হলো সম্পূর্ণ আত্মাভিমানী স্থিতি । স্বমান অর্থাৎ 'আমি আত্মা' কেবল এই নয় বরং আমি কেমন আত্মা - এই স্মৃতি এবং নেশাতেও থাকা ।*

💙💙 *আমরা যেমন স্বমানের অভ্যাস করি, আমাদের স্বরূপও তেমনই হয় । আমি আত্মা অশরীরী --এতে যেমন গহন শান্তির অনুভব হয়, তেমনই - আমি এক মহান আত্মা - এতে জীবনের গুরুত্ব বোঝা যায় । আমি দেবকুলের রাজকীয় আত্মা --এতে দেব সংস্কার জাগ্রত হয়, পবিত্রতা বৃদ্ধি পায় । আমি বিজয়ী রত্ন আত্মা --এতে মায়াকে জয় করা যায় । আমি ইষ্ট দেবী ---এতে বন্ধন মুক্ত হয় । আমি মাস্টার সর্বশক্তিমান --এতে ভয় নাশ হয় । এইভাবে স্বমানে স্থিত হলে শ্রেষ্ঠ হওয়া যায় ।*

🌹🌹মধুবন 🌹🌹

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

মনই শান্তির দুয়ার

অাজকের মিষ্টি মোতি*💧

২১ শে নভেম্বর :-- *যেই মুহূর্তে মন নিজের এবং অন্যের জন্য শুভ ভাবনা প্রারম্ভ করে দেয়, শান্তি সেই মুহূর্তে প্রবেশ করে ।*

🙏🙏ওম শান্তি 🙏🙏

🌹🌹ব্রহ্মাকুমারীজ 🌹🌹

💧💧💧💧💧💧💧

ভগবানের সাথে নিরন্তর মিলনেই আনন্দ

আমি ব্রাহ্মণ আত্মা*👸

🌷 *নিরন্তর মিলনে থাকো, তাই না । এ তো মেলা । মেলা অর্থাৎ মিলন । তাই তোমরা আনন্দের সঙ্গে বলবে, তোমরা তো মিলন বলো কিন্তু আমরা তো সদা তাঁর সাথেই অর্থাৎ বাবার সাথেই খাওয়া - দাওয়া করি, চলাফেরা করি, খেলাধূলা করি, বাবার পালনে থাকি । এত আনন্দ থাকে কি

মনে মনে ভয় পেলে কি করবেন?

ওম শান্তি 🙏

*মনে মনে ভয় পাওয়ার কারণ আপনার পূর্ব জন্মের বা এই জন্মের কিছু খারাপ অনুভব হতে পারে । এই ভয় দূর করার জন্য ১০৮ দিন পর্যন্ত এই স্বমান অভ্যাস করুন --- আমি আত্মা অজর, অমর এবং অবিনাশী, আমি আত্মা শিবশক্তি, শিবের শক্তি আমার কাছে আছে । ভোরে উঠেই কম করে সাতবার সংকল্প করুন ---আমি আত্মা মাস্টার সর্বশক্তিমান, নির্ভয় । ঘর থেকে বাইরে যাওয়ার সময় সঙ্কল্প করুন ----আমার সঙ্গে সর্বশক্তিমান আছেন, তাঁর ছত্রছায়ায় আমি সুরক্ষিত ।*

💥💥 *বি.কে.সুরজ ভাই জি*💥💥

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

আমরা পরিস্থিতি দেখে যেন শিখতে পারি

২১ শে নভেম্বর, ২০১৯

✨🌹✨অাজকের প্রেরণা ✨🌹✨

*কোনো বিষয় ততক্ষণ শেষ হয় না, যতক্ষণ না আমাদের শেখায় যে, আমাদের কি করা উচিত ।*

⚜⚜ *আজ থেকে আমরা পরিস্থিতি দেখে যেন শিখতে পারি -----*

🌹🌹মধুবন 🌹🌹

☀❣☀❣☀❣☀❣☀❣☀

আমরা সর্বদা 'জ্ঞানের দীপক' সাথে নিয়ে চলবো

*আত্মকৃতি স্নেহ - মোতি*☀☀

*আমরা সর্বদা 'জ্ঞানের দীপক' সাথে নিয়ে চলবো, তাহলে তার কিরণ আমাদের উপর আসতে থাকবে, যেমন আতরের সুগন্ধ চারিদিককে সুগন্ধিত করে, তেমনই পবিত্র থাকলে আমাদের জীবনও গুণ রূপী ফুলের সুগন্ধে ভরে থাকবে, আর আমরা জ্ঞানের আলোকে আলোকিত হয়ে উঠবো ।*

🌹🌹ব্রহ্মাকুমারীজ 🌹🌹

❤💙❤💙❤💙❤💙❤💙

আদিতে তোমাদের সকলের স্থিতি কেমন ছিলো ?

ওম শান্তি 🙏

*অব্যক্ত বাণী*

*অব্যক্ত বাণীতে বাপদাদা বলছেন ------*

💥 *আদিতে তোমাদের সকলের স্থিতি কেমন ছিলো ? পাকিস্থানে যখন ছিলে, সেবা ছিলো না, সাধন ছিলো, কিন্তু অসীম জগতের বৈরাগ্যবৃত্তির বায়ুমণ্ডল সেবাকে বৃদ্ধি করেছিলো । তাই যারাই এই ডায়মন্ড জুবিলীর আছে, তাদের মধ্যে আদি সংস্কার আছে, এখন তা মিলেমিশে গেছে । এখন আবারও এই বৃত্তিকে হাজির করো । আদি রত্নদের অসীম জগতের বৈরাগ্য বৃত্তি এই স্থাপনা করেছিলো, এখন নতুন দুনিয়ার স্থাপনের জন্য আবার ওই বৃত্তি, সেই বায়ুমণ্ডল হাজির করো ।*

*(০৩ - ০৪ - ৯৬, পেজ - ১৬৩,১৬৪)*

*পদ্মগুণ ধন্যবাদ বাবা 💥🙏*

আসফলতায় কখনোই জীবনকে ভারী করো না

অমূল্য বচন*

*জীবনে প্রাপ্ত আসফলতায় কখনোই জীবনকে ভারী করে তুলো না ----বরং, এই অসফলতাকেই নিজের সাফল্যের সিঁড়ি হিসাবে ব্যবহার করে সামনে এগিয়ে চলো l*

🎈🎈 ব্রহ্মাকুমারীজ 🎈🎈

🍀🌻🍀🌻🍀🌻🍀🌻🍀🌻

অশান্তির সময় আমাদের পরমাত্মার কথা মনে পড়ে

পরমাত্মা আমাদের সুখ আর শান্তির দান দেন, তাই অশান্তির সময় আমাদের সবথেকে বেশী তাঁর কথা মনে পড়ে ।*

সবাইকে ভালোবাসলে সকলেই আমাদের ভালোবাসবে

ওম শান্তি 🙏

*বাচ্চারা যখন ছোটো থাকে তখন বাবা - মাযেরা তাদের অনেক আদর - ভালোবাসা দেন । কিছুকাল পরে কি হয়, সেই বাচ্চাও বাবা - মাকে ভালোবাসতে শুরু করে ।*
*ঠিক তেমনই আমরাও যদি সবাইকে ভালোবাসি তাহলে সকলেই আমাদের ভালোবাসবে ।*

🌻🌻 *বি.কে.সিস্টার শিবানী*🌻🌻

চ্যালেঞ্জ যেন জীবনের বিকাশের মাধ্যম

১৯ শে নভেম্বর, ২০১৯

✨🌹✨অাজকের প্রেরণা ✨🌹✨

*আমরা ততক্ষণ সামনে এগিয়ে যেতে পারি না, যতক্ষণ সবকিছু সহজ থাকে, আমরা তখনই এগিয়ে যেতে পারি, যখন আমরা চ্যলেঞ্জের মুখোমুখি হতে পারি ।*

⚜⚜ *আজ থেকে আমরা চ্যালেঞ্জকে যেন বিকাশের মাধ্যম করতে পারি ------*

🌹🌹মধুবন 🌹🌹

☀❣☀❣☀❣☀❣☀❣☀

কঠিন পরিস্থিতি সামনের সুসময় নিশ্চিত করে

অমূল্য বচন*😊

*আকাশে যখন ঘন - কালো মেঘ ছেয়ে থাকে, তখনই সুন্দর বৃষ্টি হয়, ঠিক সেইভাবে আমাদের জীবনে যখন কঠিন পরিস্থিতির উদয় হয়, তখন মনে রাখবে যে, সামনেই সুসময় উপস্থিত ।*

🌹🌹ওম শান্তি 🌹🌹

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

শরীর চলে যায় যাক কিন্তু খুশী নয়

ওম শান্তি 🙏

*অব্যক্ত বাণী*

*অব্যক্ত বাণীতে বাপদাদা বলেছেন ------*

💥 *বাপদাদা জানেন যে, ব্রাহ্মণ জীবনের শ্বাস - প্রশ্বাস হলো খুশী । খুশী নেই তো ব্রাহ্মণ জীবন নেই, আর অবিনাশী খুশী কখনো - কখনোর জন্য নয়, শতাংশের অনুপাতেও নয় । খুশী তো খুশীই । আজ পঞ্চাশ শতাংশ খুশী আবার কাল একশো শতাংশ, তাহলে জীবনের শ্বাস তো উপর - নীচে হলো, তাই না । বাপদাদা প্রথমেই বলেছেন, শরীর চলে যায় যাক কিন্তু খুশী নয় ।*

💥 *সদা খুশীতে থাকা পাস উইথ অনার আর কখনো - কখনো খুশীতে থাকাদের ধর্মরাজপুরী পাস করতে হবে । পাস উইথ অনার যারা তারা এক সেকেণ্ডে বাবার সাথে যাবে, তারা থামবে না ।*

*(০৩ - ০৪ - ৯৬,পেজ - ১৬০)*

*পদ্মগুণ ধন্যবাদ বাবা 💥🙏*

সন্তুষ্টি ব্যক্তিই অমরত্ব প্রাপ্ত করে

অমূল্য বচন*

*এই পৃথিবীতে দানের মতো উত্তম কাজ আর কিছুই নেই, লোভের থেকে বড় কোনো শত্রু নেই, সুন্দর স্বভাবের থেকে বড় কোনো অলংকার নেই, আর সন্তুষ্টির থেকে দ্বিতীয় কোনো ধন নেই । সেই ব্যক্তিই অমরত্ব প্রাপ্ত করে, যে কোনরকম সাংসারিক বস্তুর প্রতি আকৃষ্ট হয় না ।*

🌹🌹ওম শান্তি 🌹🌹

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

তুলনা করা অর্থ নিজেকে অপমান করা

১৭ ই নভেম্বর, ২০১৯

✨🌹✨অাজকের প্রেরণা ✨🌹✨

*আমরা যেন দুনিয়ার কারোর সঙ্গে নিজের তুলনা না করি । তা যদি করি, তাহলে নিজেকেই আমরা অপমান করবো ।*

⚜⚜ *আজ থেকে আমরা যেন তুলনা করা ছেড়ে দিতে পারি ----*

🌹🌹মধুবন 🌹🌹

☀❣☀❣☀❣☀❣☀❣☀

সংগঠন সকল সমস্যার সমাধান

অাজকের মিষ্টি মোতি*💧

১৭ ই নভেম্বর :-- *মানুষ কখনো কখনো নিজের সমস্যার একা সমাধান করতে পারে না, তাই ভগবান সংগঠনের নির্মাণ করেছেন ।*

🙏🙏ওম শান্তি 🙏🙏

🌹🌹ব্রহ্মাকুমারীজ 🌹🌹

💧💧💧💧💧💧

ভালো, খুব ভালো, দারুণ

১৬ ই নভেম্বর, ২০১৯

✨🌹✨অাজকের প্রেরণা ✨🌹✨

*ভালো, খুব ভালো, দারুণ -----*

*ততক্ষণ থামবেন না, যতক্ষণ না আপনার 'ভালো' 'খুব ভালো' না হয়, আর আপনার 'খুব ভালো' 'দারুণ' না হয়ে যায় ।*

⚜⚜ *আজ থেকে আমরা প্রয়াস করতে থাকবো যতক্ষণ না আমাদের ভালো 'দারুণ' হয়ে যায় ------*

🌹🌹মধুবন 🌹🌹

☀❣☀❣☀❣☀❣☀