মাম্মার বিশেষত্ব* 🌹🌹
( *মাম্মার সঙ্গের স্মরণ -- দাদী কুঞ্জ জী*)
🌻🌻 *মাতেশ্বরী সারা জীবন অটল, অচল এবং একরস ছিলেন*-----
*ব্রহ্মা কুমারী দাদী কুঞ্জ জী নিজের অনুভব শুনিয়ে বলেছিলেন যে ---আমি তো ছোটো অবস্থায় বন্ধনে ছিলাম l আমরা এই যজ্ঞে আসার সঙ্গে সঙ্গে মাম্মার সম্পূর্ণ পালনা পেয়েছিলাম l আমি কখনো কখনো ঘর থেকে না খেয়ে এলে, মামা কিভাবে তা বুঝতে পারতেন, তিনি আমাকে সামনে বসিয়ে নিজের হাতে খাইয়ে বাড়ীতে পাঠাতেন এবং আমাদের মন উৎসাহ - উদ্দীপনায় ভরপুর করে দিতেন l যে কন্যারা তাদের মা - বাবার কাছ থেকে ছাড়া পেতো না তারা ওঁ মন্ডলীর ওঁ স্কুলে পড়তে আসতো l*
****************************
*তাদের মধ্যে আমিও একজন ছিলাম l সেখানে আমাদের পালনা স্বয়ং মাম্মা করতেন l মাম্মাকে দেখে মনে হতো, তিনি যেন আমাদের মা l মাম্মা আমাদের বলতেন, বন্ধনে থাকা মেয়েদের তোমাদের এমনভাবে মুক্ত করতে হবে যেমনভাবে সতী সীতাকে হনুমান রাবণের থেকে মুক্ত করেছিলেন l মাম্মা যুক্তি বলে দিয়ে, শক্তিতে ভরপুর করে আমাকে লিডার বানাতেন l সেই সময় আমি মাত্র নয় বছরের ছিলাম l শিববাবার সঙ্গে সঙ্গে মাম্মার এই ড্রামার উপর সম্পূর্ণ নিশ্চয়তা ছিলো l মাম্মা এই ড্রামার উপর আমাদের দু ঘণ্টার ক্লাস করাতেন l*
****************************
*মাম্মা প্রায়ই বলতেন ----- যেমন বাবার প্রতি বিশ্বাস, তেমনই এই ড্রামার প্রতিও বিশ্বাস রাখা উচিত, তখনই তুমি ঈশ্বরীয় জীবনে একরস অবস্থায় থাকতে পারবে l মাম্মার সারা জীবনে আমরা দেখেছি যে, ড্রামার প্রতি অটল - অচল হওয়ার কারণে তিনি সর্বদা একরস থাকতেন l এই রুদ্র জ্ঞান যজ্ঞে বাবা সবসময় মাম্মাকে সামনে রেখেছিলেন l এই যজ্ঞ মাম্মার নামেই ছিলো l স্থাপনার প্রতি কাজে যত পরীক্ষা এসেছিলো, মাম্মা শিবশক্তি সেনার নেতৃত্ব দিয়েছিলেন l যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, যতই বিঘ্ন আসুক, মাম্মা হাসতে - হাসতে সামনা করেছিলেন এবং বিজয় প্রাপ্তি করেছিলেন l*
👸👸👸👸👸👸👸👸👸👸